দেশের ৬৪ উপজেলা বন্যাকবলিত

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
দেশের ১০ জেলার ৬৪ উপজেলা বন্যাকবলিত হয়ে পড়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান।  সচিবালয়ে সংবাদ সম্মেলনে শনিবার (১৮ জুন) তিনি এ কথা জানান।
তিনি বলেন, ‘১০ জেলার ৬৪ উপজেলা বন্যাকবলিত।  ১২২ বছরের ইতিহাসে সিলেটে এতো পানি হয়নি।  সিলেটের ৬০, সুনামগঞ্জ-হবিগঞ্জের ৮০-৯০ ভাগ ডুবে গেছে।  আবহাওয়া অধিদপ্তরের যে পূর্বাভাস ছিল সেভাবেই পানি বেড়েছে।  ৮ ফিট পানি বেড়েছে।  উদ্ধারে সিভিল প্রশাসন মাঠে নামেন।  আরও সাহায্য চায়।  আমি পিএমকে বলি, তিনি আর্মড ফোর্সকে নির্দেশ দেন।  সবাই সম্মিলিতভাবে ২৫ হাজার মানুষকে সিলেটে, সুনামগঞ্জ ৬৫ হাজার মানুষকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়েছে’।
বন্যার্তদের সহযোগিতার সরকার আরও ২০ কোটি টাকা বরাদ্দ দিচ্ছে বলে জানান তিনি।

ডিসি/এসআইকে/এমএসএ