লকডাউনে গৃহবন্দী দুই শিশু খেলতে গিয়ে পেলো গুপ্তধন!

বিচিত্র বিশ্ব ডেস্ক, দৈনিক চট্টগ্রাম >>>
লকডাউনের এই মৌসুমে ঘরবন্দী অবস্থায় মানুষ কত কিছুই না করছে।  নিত্য-নতুন রান্নাবান্না, খেলাধুলা, ঘর গোছগাছ তো আছেই, সময় কাটাতে পুরনো জিনিসপত্র ঘাঁটাঘাঁটিও করছেন কেউ কেউ।  আর এক্ষেত্রে শিশুরা তো বরাবরই একধাপ এগিয়ে।  তবে গোছানো জিনিসপত্র এলোমেলা করায় শিশুদের যতই বকুনি দেন না কেন, কপাল ভালো থাকলে তাদের হাত ধরেই হয়তো খুঁজে পেতে পারেন অমূল্য গুপ্তধন।  না, এটা কোনোও গালগল্প নয়, সত্যিই হয়েছে এমনটা।  সম্প্রতি ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ভেনডোম এলাকায় দুই শিশু খেলতে গিয়ে খুঁজে পেয়েছে লাখ টাকার গুপ্তধন।
স্থানীয় একটি নিলামকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ফিলিপ রোলাক ফরাসি টিভি চ্যানেল বিএফএম-কে জানান, শিশু দু’টি লকডাউনে সময় কাটানোর জন্য দাদাবাড়িতে একটা খেলার কুঁড়েঘর তৈরি করতে চেয়েছিল।  এর জন্য তাদের অব্যবহৃত একটি ঘরে থাকা দাদির বিছানার পুরনো চাদর ব্যবহার করতে বলা হয়।  শিশু দু’টি পুরনো চাদর টান দিতেই হঠাৎ ভারী দু’টি বস্তু নিচে পড়ে।  তারাও না বুঝে সেগুলো আবারও যথাস্থানে রেখে নিজেদের কাজে মন দেয়।  তবে পরে বাবার কাছে এই ‘আবিষ্কারের’ কথা জানায় তারা।
তাদের বাবাও প্রথমে খুব একটা গুরুত্ব দেননি, ভেবেছিলেন ছুরিদানির মতো কিছু হবে হয়তো।  কিন্তু পরে দেখা যায়, তিনি নিলামকারী একটি প্রতিষ্ঠানে ফোন দিয়ে জানাচ্ছেন, তারা প্রায় ১ কেজি ওজনের দু’টি সোনার বার খুঁজে পেয়েছেন, এগুলোর দাম কেমন হতে পারে?  বর্তমান বাজারমূল্য অনুসারে বার দু’টির দাম হয়েছে প্রায় ৫০ হাজার ইউরো!

ডিসি/এসআইকে/চথোমা