যে বাড়িতে রাত কাটালেই পাওয়া যায় ১০ হাজার টাকা

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
পুরনো বাড়িটা দেখে ভালোই লাগলো। কিন্তু কিনতে গিয়ে শুনলেন এ বাড়িতেই অস্বাভাবিক মৃত্যু হয়েছিল কারও। কিংবা প্রতিবেশীরা মাঝে মাঝেই রাত-বিরাতে বাড়ির ভেতর একটা ছায়ামূর্তিকে ‍ঘুরতে দেখে। যতই অবিশ্বাসী হোন না কেন, কেনার আগে খানিকটা উসখুশ করবেনই। এমন সমস্যায় পড়েছে হংকংয়ের কিছু রিয়েল এস্টেট কোম্পানি। সেখানকার বেশ কিছু পরিত্যক্ত বাড়ি বিক্রি হচ্ছে না ভূতের ভয়ে! সম্ভাব্য ক্রেতার মন থেকে ভয় দূর করতে তাই রিয়েল এস্টেট প্রতিষ্ঠান চাকরি দিচ্ছে অভিনব এক পদে-হন্টেড হাউস টেস্টার। বাংলা করলে দাঁড়াবে ভুতুড়ে বাড়ি পরীক্ষক।
এদের কাজই হবে ভুতুড়ে বাড়িগুলোতে একা একা রাত কাটানো। রাত্রিযাপনের ভিডিও করে কিংবা অনলাইনে ভিডিও কল দিয়ে তারা ক্লায়েন্টদের দেখাবেন, এই বাড়িতে ভূত নেই। আর রাত কাটানোর পর সেই পরীক্ষক যদি বেঁচেবর্তে ফিরে আসেন তবেই তো প্রমাণ হয় যে বাড়িটা ‘নিরাপদ’।
কিন্তু এমন কাজ করার জন্য থাকা চাই সিক্স প্যাক বুকের পাটা। বিপরীতে রিয়েল এস্টেট কোম্পানিগুলোর প্রস্তাবটাও নেহায়েত মন্দ নয়। ‘ভুতুড়ে বাড়ি’তে কাটানো প্রতি মিনিটের জন্য এক ইউয়ান করে দেওয়া হবে সেই পরীক্ষককে। অর্থাৎ বিকাল থেকে সকাল পর্যন্ত কোনোমতে ১২-১৩ ঘণ্টা কাটালেই বাংলাদেশি টাকায় তিনি পাবেন প্রায় ১০ হাজার টাকা। সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

ডিসি/এসআইকে/এমএসএ