আকবরশাহ’য় কর্মহীন শ্রমিকদের মাঝে শ্রমিক লীগের উপহার বিতরণ

নগর প্রতিবেদক, দৈনিক চট্টগ্রাম >>>
‘জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পর পিছিয়ে পরা বাংলাদেশ এখন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দক্ষিণ এশিয়ার অন্যতম উন্নয়নশীল দেশ।  শোককে শক্তিতে রূপান্তরিত করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্রে পরিণত করতে শ্রমিক লীগের নেতা কর্মীদের ভূমিকা রাখতে হবে।  করোনা ভাইরাস মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে’।
জাতীয় শ্রমিক লীগ আকবরশাহ থানা কমিটির পক্ষ থেকে কর্মহীন শ্রমিকদের মাঝে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরী।
জাতীয় শোক দিবস উপলক্ষে আকবরশাহ্ থানা জাতীয় শ্রমিক লীগের এই উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা শ্রমিক লীগের সভাপতি মো. জমির উদ্দিন মাসুদ।  বুধবার (১৮ আগস্ট) নগরীর আকবরশাহ থানাধীন কর্নেলহাটস্থ কাট্টলি নূরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগের সভাপতি বখতিয়ার উদ্দিন খান।
তিনি বলেন, বলেন ভূঁইফোর সংগঠনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।  পাশাপাশি শ্রমিক লীগের ব্যানার সংগঠনের অনুমোদিত নেতৃত্ব ছাড়া কেউ ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক সুমনের সঞ্চালনায় শোক সভা ও উপহার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আকবরশাহ্ থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য নুরুল কবির। বক্তব্য রাখেন আকবরশাহ্ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল জব্বার, যুগ্ম সম্পাদক সাহাবুদ্দিন জাহেদ, প্রচার সম্পাদক আবু সুফিয়ান, সদস্য জামাল উদ্দিন তারেক, ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আবুল হাসনাত সৈকত, কেন্দ্রীয় রেল শ্রমিক লীগের সহ-সম্পাদক রকিবুল আলম সাজ্জী, ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি গিয়াস উদ্দিন তুহিন, ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি মো. মোমিন, ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুল ওয়াজেদ রাজিব, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা পাভেল ইসলাম, মো. আলমগীর প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আবসার আলম বাবুল, আযম খান, শিশির কান্তি বল, নাসির উদ্দিন, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহফুজ চৌধুরী, আসরাফ উদ্দিন হাসনাত, শ্রমিক লীগ নেতা শাহজাহানসহ ছাত্রলীগের জুয়েল সিদ্দিকী, সৈয়দ তৌহিদ, গিয়াস উদ্দিন রিয়াজ, রাজু আহমেদ প্রমুখ।

ডিসি/এসআইকে/আরএআর