২৫ পৌরসভায় ভোট ২৮ ডিসেম্বর

ঢাকা ব্যুরো, দৈনিক চট্টগ্রাম >>>
প্রথম ধাপে ২৫ পৌরসভায় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।  এসব পৌরসভায় ভোট হবে আগামি ২৮ ডিসেম্বর।  রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ তফসিল ঘোষণা করা হয়েছে।
তফসিল অনুযায়ী নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ৩ ডিসেম্বর, প্রত্যাহারের শেষ তারিখ ১০ ডিসেম্বর এবং ভোট ২৮ ডিসেম্বর।
নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আলমগীর বলেন, সব পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।
ইসি সূত্র জানিয়েছে, বর্তমানে দেশে পৌরসভার সংখ্যা ৩২৯টি।  নির্বাচন উপযোগী পৌরসভার সংখ্যা ২৫৯টি।  আগামি বছরের জানুয়ারিতে মেয়াদ শেষ হবে ১১ পৌরসভার।  ফেব্রুয়ারির মধ্যে মেয়াদ শেষ হবে ১৮৫ পৌরসভার।  এরমধ্যে ১ ও ২ ফেব্রুয়ারির মধ্যে মেয়াদ শেষ হবে ৪টি, ১০ ফেব্রুয়ারির মধ্যে মেয়াদ শেষ হবে ৪৬টি এবং ২৮ ফেব্রুয়ারির মধ্যে মেয়াদ শেষ হবে ১৩৩ পৌরসভায়।  মার্চে শেষ হবে ২৮ পৌরসভার মেয়াদ।  এপ্রিল থেকে নভেম্বরে শেষ হবে ৩০ টির মেয়াদ।  ইতোমধ্যে ৫ পৌরসভার তফসিল দিয়েছে ইসি।  এবার পৌরসভায় মেয়র পদে দলীয় এবং সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে নির্দলীয় প্রতীকে ভোট হবে।  এসব এলাকায় ভোট সকাল আটটা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত একটানা চলবে।

ডিসি/এসআইকে/এমএসএ