গ্রীসে বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জহিরুল ইসলাম, গ্রীস থেকে >>>
গ্রীসের রাজধানী এথেন্সে `এথেন্স বাংলাদেশ ইন্ডিয়ান রেস্টুরেন্টে’ বাংলাদেশ ছাত্রলীগ গ্রীস শাখা বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। এই উপলক্ষে মঙ্গলবার (১৪ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় পূনর্মিলনী ২০২০ এবং মুজিব বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে পাঠ্যচক্র বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে গ্রীস ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুমিন খানের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সজিব মাতুব্বরের সঞ্চালনায় অনুষ্ঠান ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আল নাহিয়ান খান জয়। প্রধান বক্তা হিসাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গ্রীস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোশারফ হোসেন লিয়াকত। অতিথি ছিলেন গ্রীস আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গ্রীস আওয়ামী লীগের সহ-সভাপতি আবিদ হানজালা, এম এ সামাদ মাতব্বর,
আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আমিন মাস্টার, মোখলেছুর রহমান রহিম, সাংগঠনিক সম্পাদক রফিক হাওলাদার, গ্রীস আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা কাজী মৌসুমি পারভিন, গ্রীক বাংলা এডুকেশন সেন্টারের প্রতিষ্ঠাতা সভাপতি দাদন মৃধা, গ্রীক বাংলা এডুকেশন সেন্টারের সভাপতি শেখ আব্দুস সালাম, গ্রীস যুবলীগের আহবায়ক কামরুল হাসান ও যুগ্ম আহবায়ক রাসেল মিয়া।
বিশেষ বক্তা ছিলেন গ্রীস ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সজিব বেপারি, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম ফারসি ও ছাত্রলীগ নেতা নাঈম মাতুব্বর, মেহেদী হাসান হৃদয়, আকাশ, দূর্জয়, রাজু, শামিম, আবির, বায়জীদ, মুরছালিন, বুলবুল, জুবেল প্রমুখ।
অনুষ্ঠানের শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। পরে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন গ্রীস ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ মুঁমিন খান।

ডিসি/এসআইকে/জেআই