কুতুবদিয়ায় প্রয়াত মুক্তিযোদ্ধার পরিবারকে বাড়ি করেন দিচ্ছেন ইউএনও

কুতুবদিয়ায় প্রয়াত মুক্তিযোদ্ধার পরিবারের জন্য বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও।

ইফতেখার শাহজীদ, কুতুবদিয়া প্রতিনিধি >>>
কুতুবদিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)‘র উদ্যোগে শুরু হয়েছে প্রয়াত মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমদ কুতুবীর বাড়ির নির্মাণ কাজ। বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের আজিম উদ্দিন সিকদার পাড়ায় নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউল হক মীর।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুপ্রভাত চাকমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী খোকন চন্দ্র দাস ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আশিকুর রহমান এবং প্রয়াত মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমদের স্ত্রী মর্তুজা বেগম ও তাঁর বড় সন্তান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউল হক মীর বলেন, ‘দেশের জন্য লড়াই করা একজন বীর মুক্তিযোদ্ধার পরিবারকে এটুকু সহযোগিতা করতে পেরে খুব ভালো লাগছে’।


প্রয়াত মুক্তিযোদ্ধা মরহুম মোজাফ্ফর আহমদ কুতুবীর স্ত্রী মর্তুজা বেগম বাড়ি পেয়ে তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে কান্নাজড়িত কন্ঠে বলেন, ‘৯১ সনের ঘূর্ণিঝড়ের পরে আমরা এখান থেকে কক্সবাজার চলে যাই। তখন থেকেই কুতুবদিয়ায় আমাদের কোনো ঘর ছিল না। কুতুবদিয়ায় আসলেই পরের বাড়িতে রাত কাটাতে হতো। ইউএনও’র সহযোগিতায় অন্তত আজ আমরা একটি বাড়ি পেয়েছি। এমন ইউএনও যেন দেশের প্রতিটি উপজেলায় থাকে’। সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

ডিসি/এসআইকে/ইশা