লামায় ১৮ লাখ টাকা জরিমানা ও ছয় অবৈধ ইটভাটা গুড়িয়ে দিলো প্রশাসন

লামা প্রতিনিধি >>>
পার্বত্য বান্দরবানের লামা উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটায় অভিযান পরিচালনা করেছে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার ফাইতং ইউনিয়নের বাদুরছড়া এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় ছাড়পত্র ও অনুমতিবিহীন ৬টি ইটভাটা গুড়িয়ে দেয়ার পাশাপাশি ১৮ লক্ষ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন, মো. কায়েসুর রহমান, মো. নাজমুল হোসেন ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সামিউল আলম কুরসি নেতৃত্ব দেন।
সূত্র জানায়, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও কোনো ধরণের অনুমতিবিহীন অবৈধভাবে এসব ইটভাটা গড়ে তোলা হয়েছে- এমন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে বান্দরবান জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে অভিযানে ফাইতং ইউনিয়নের বাদুরছড়া এলাকার এফএসি ইটভাটাকে ৪ লাখ, এমএসবি ইটভাটাকে ৩ লাখ, এসডাব্লিউ ইটভাটাকে ৩ লাখ, এমএমবি ইটভাটাকে ২ লাখ ৫০ হাজার, আইপিএম ইটভাটাকে ২ লাখ ৫০ হাজার ও কেএসবি ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানার করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. জাকির হোসেন। একই সময় এসব ইটভাটাগুলো বুলডোজারের মাধ্যমে গুড়িয়ে দেয় প্রশাসন।
অভিযানে পুলিশ, র‌্যাব ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা সহযোগিতা করেন।
ইটভাটায় অভিযানের সত্যতা নিশ্চিত করে বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সামিউল আলম কুরসি সাংবাদিকদের বলেন, কোনো ধরনের নিয়ম-নীতি না মেনে এ ইট ভাটাগুলো চলছে বলে অভিযোগ রয়েছে। তাই অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে ওঠা এসব ইটভাটার চুলোয় পানি দিয়ে নষ্ট করা হয়। এছাড়া স্কেভেটর দিয়ে কাঁচা ও পোড়া ইট নষ্ট করা হয়েছে। পরিবেশ রক্ষার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

ডিসি/এসআইকে/এসজেপি