খাগড়াছড়িতে জেল হত্যা দিবস পালিত

খাগড়াছড়ি প্রতিনিধি >>>
পার্বত্যজেলা খাগড়াছড়িতে নানান কর্মসূচির মধ্যদিয়ে জেল হত্যা দিবস পালিত হয়েছে।  দিনটি উপলক্ষে সকালে শহরের নারিকেল বাগানস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে দলীয়, জাতীয় ও শোক দিবসের পতাকা উত্তোলন করা হয়।  পরে শোক র‌্যালি বের করা হয়। মঙ্গলবার (৩ নভেম্বর) আয়োজিত শোক র‌্যালিটি শহরের শাপলা চত্ত্বর ঘুরে পৌর টাউন হল প্রাঙ্গণে গিয়ে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার স্মৃতি ভাস্কর্য্যে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন নেতা-কর্মীরা।  এসময় এক মিনিট নীরবতা পালন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ ও পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরীসহ দলের নেতৃবৃন্দ। এর আগে জেল হত্যা দিবস উপলক্ষে দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল করা হয়।

ডিসি/এসআইকে/এমএএইচ