জাতীয় শোক দিবসে কাপ্তাইয়ে নানান কর্মসূচি পালন

মাহফুজ আলম, কাপ্তাই প্রতিনিধি >>>
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পার্বত্য রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।  শনিবার (১৫ আগস্ট) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে ছিল পতাকা অর্ধনমিতকরণ, প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা এবং মসজিদে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল।
কাপ্তাই উপজেলা প্রশাসনের সমন্বয়ে শনিবার সুর্যোদয়ের সাথে সাথে কাপ্তাইয়ে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠানসমূহ কাপ্তাই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।  সকাল সাড়ে ৯ টায় শ্রদ্ধা নিবেদন শেষে বেলা সাড়ে ১০ টায় কাপ্তাই উপজেলা মিলনায়তন কক্ষে জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসীর জাহানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েদ কাওছার, উপজেলা আ’লীগের সভাপতি অংসুই ছাইন চৌধুরী, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, ভাইস চেয়ারম্যান নাসিম উদ্দীন, উমেচিং মারমা, মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদত হোসেন, ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ, আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবি, এনামুল হক, চিরঞ্জীবসহ ছাত্রলীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

ডিসি/এসআইকে/এমএ