বোয়ালখালীতে জাতীয় শোক দিবস পালিত

মুহাম্মদ জুয়েল, বোয়ালখালী প্রতিনিধি >>>
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় যথাযোগ্য মর্যাদায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।  শনিবার (১৫ আগস্ট) দিনের প্রথম প্রহরেই উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নুরুল আলম, উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন, সহকারী কমিশনার (ভূমি) মো. মোজাম্মেল হক চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল করিম এবং অন্যান্য কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুনের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  এতে প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য প্রদান করেন।  এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসাইন এবং বীর মুক্তিযোদ্ধা মো. হারুন মিয়া, মো. আবু্ল বশর ও রাজেন্দ্র প্রসাদ বাবু প্রমুখ।

ডিসি/এসআইকে/এমজে