২১ আগস্ট স্মরণে কাপ্তাই উপজেলা আ’লীগের স্মারণ সভা

মাহফুজ আলম, কাপ্তাই প্রতিনিধি >>>
নৃশংস হত্যাকাণ্ডের ভয়াল দিন ২১ আগস্ট স্মরণে পার্বত্যজেলা রাঙামাটিতে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।  শুক্রবার (২১ আগস্ট) সকালে কাপ্তাই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত নেতা-কর্মীদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।  উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা স্ব স্ব সংগঠনের মাধ্যমে দিনটিকে স্মরণ করেন।
২১ আগস্টের স্মরণ সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী ও সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল ভয়াবহ ওই গ্রেনেড হামলার রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন।  তারা বলেন, সেইদিন বিএনপি-জামায়াত জোট সরকার জননেত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতৃস্থানীয় লোকদের হত্যা করে আওয়ামী লীগকে নেতৃত্ব শূণ্য করতে চেয়েছিল।  কিন্ত সেদিন আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনা বেঁচে গেলেও আমরা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আইভি রহমানসহ অনেক নেতা-কর্মীকে হারাই।  অনেকে আজ আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও ৪ নম্বর কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, সাবেক যুগ্ম সম্পাদক স্বপন বড়ুয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক সুজন তনচংগ্যা ধনা, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক আবুল কাসেম, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হানিফ বাবুল, কেপিএম সিবিএ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আখতার হোসেন মিলন, ৪ নম্বর কাপ্তাই ইউনিয়ন আ’লীগের সভাপতি সামসুল ইসলাম আজমীর, ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন আ’লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান চিরন্জিত তনচংগ্যা, সাধারণ সম্পাদক অমল দে, ২ নম্বর রাইখালী ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুইসাপ্রু মারমা, সাধারণ সম্পাদক ইউসুফ তালুকদার, ৩ নম্বর চিৎমরম ইউনিয়ন আ’লীগের সভাপতি নেথোয়াই মারমা, সাধারণ সম্পাদক নুরুল আলম চৌধুরী, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সুধীর তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ ছিদ্দিকী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একরামুল হক, যুব মহিলা আ’লীগের নেত্রী ফারহানা আক্তার পপি, উপজেলা ছাত্রলীগের সভাপতি এম নুর উদ্দিন সুমন, সাধারণ সম্পাদক এ আর লিমনসহ আ’লীগ এবং এর সহযোগী সংগঠনের উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড নেতৃবৃন্দ প্রমুখ।

ডিসি/এসআইএক/এমএ