কাপ্তাইয়ের ওয়াগ্গা মুরংঝর্ণা ডাকছে পর্যটকদের

মাহফুজ আলম, কাপ্তাই প্রতিনিধি >>>
পার্বত্যজেলা রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা মুরং ঝর্ণা ও ঝিরিগুলোতে বাড়ছে পর্যটকের ভীর।  দিনে দিনে অজানা থাকা কাপ্তাইয়ের ফুকির মুরং ঝর্ণাটি বেশ জনপ্রিয় হয়ে উঠছে।  কিছুটা দূর্গম ও পাহাড়ি এলাকায় হওয়ায় এখনো ঝর্ণাটির সঙ্গে পরিচিত হয়ে উঠেনি ভ্রমণপিপাঁসুরা।  তবে সাম্প্রতিক সময়ে কিছু পর্যটক এটির সন্ধান পেয়ে ছুটে আসছেন একনজর দেখতে, আর মনের আনন্দে উপভোগ করছেন পার্বত্য কাপ্তাইয়ের ঝিরি-ঝর্ণাগুলো।
পার্বত্য রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউপির ৫ নম্বর ওয়ার্ডের পাগলিপাড়া ‌ফুকির মুরং’ ঝর্ণায় যেতে চট্টগ্রাম হতে কাপ্তাই উপজেলা সদর হয়ে ঘাগড়া-বড়ইছড়ি সড়কের বটতলি এলাকার পূর্ব পাশ ধরে চার কিলোমিটার পাহাড়ি পথ পার হতে হবে।  এ পথেই যেতে দেখা মিলবে পাগলিমুখ পাড়া, পাগলি মধ্যমপাড়া, সবশেষে পাগলি উপর পাড়ায় এ ঝর্ণার দেখা মিলবে।
ওই এলাকায় যেতে যেতে ভ্রমণপ্রেমীরা উপভোগ করতে পারবেন পাহাড়ি ঝিরিতে বয়ে চলা শীতল পানির বহমান ধারা, আশেপাশে পাহাড়ি গ্রামের- অপরূপ দৃশ্যপট, বনের মাঝে বানর ও পাখির কোলাহল।
সম্প্রতি ফুকির মুরং ঝর্ণায় ভ্রমণ দল নিয়ে ঘুরে এসেছেন স্থানীয় পর্যটক রিনা, রুবেল, খোকন, আকলিমা, তয়না চাকমাসহ আরো অনেকে।  তারা বলেন, আমরা রাঙামাটির অনেক জায়গায় বেড়াতে গেলেও এতোদিন এ ঝর্ণাটির খোঁজ পাইনি।  সম্প্রতি বিভিন্নভাবে জানতে পেরে ঝর্ণাটিতে ঘুরে এলাম।  ঝর্ণাটি অপরূপ সুন্দর যা বলার অপেক্ষা রাখে না।  ঝর্ণাটির কারণে পাহাড়ের মাটির ভাঁজ এমন হয়েছে, দূর থেকে দেখলে মনে হবে প্রকৃতি তার চিত্র অংকন করেছে নিজের মতো করে।  তবে এলাকাটি বেশ দূর্গম হলেও প্রকৃতি-ঝর্ণাকে উপভোগ করার পর প্রশান্তির ছোঁয়ায় স্বস্তি অনুভূত হয়।
কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউপির চেয়ারম্যান চিরঞ্জিৎ তঞ্চঙ্গ্যা বলেন, আমার ইউপিতে এ ঝর্ণাটি অনেক পুরনো।  এতদিন এখানে মানুষের আনাগোনা ছিল না।  তবে এ বছর রাঙামাটির বিভিন্ন এলাকার মানুষজন ঘুরতে আসছেন।  ঝর্ণাটি প্রত্যন্ত গ্রামে হওয়ায় যোগাযোগ-ব্যবস্থার আরো উন্নয়ন করা প্রয়োজন বলে তিনি মনে করেন।

ডিসি/এসআইকে/এমএ