কাপ্তাইয়ে গোলাম ফারুক : দ্রুত পরিবর্তনশীল পৃথিবীর সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে

মাহফুজ আলম, কাপ্তাই থেকে >>>
রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলার বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক বলেছেন, দ্রুত পরিবর্তনশীল পৃথিবীর সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। এতে ব্যর্থ হলে অর্থহীন হয়ে পরবে সকল আশা-আকাংখা। ২০৪১ সালে আমাদের সোনার বাংলা গড়ে তুলতে হলে শিক্ষার্থীদের নৈতিকতা সম্পন্ন হতে হবে। স্বাস্থ্য, আধুনিকতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও শিক্ষায় মনোযোগী হয়ে স্পষ্টবাদী হতে হবে এবং শিক্ষার গুণগত মান বজায় রেখে লেখাপড়ায় মনোযোগী হতে হবে। কারণ; বিদ্যা বিনয় দান করে, বিনয়হীন বিদ্যা জাতীয় উন্নয়নে বাধা সৃষ্টি করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিন্তাধারা প্রয়োগে যেভাবে দেশ সর্বস্তরে এগিয়ে যাচ্ছে ঠিক আগামী দিনের কঠিন সময়ে পিছিয়ে না থেকে এগিয়ে যেতে হবে প্রতিটি পদক্ষেপে। নৈতিক শিক্ষার প্রসারে চাই সুচিন্তিত উদ্যোগ। নিজেকে প্রতিষ্ঠা করার জন্য আমরা অনেকে লেখা পড়া শিখছি, প্রতিনিয়ত স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি। আমরা যারা শিক্ষার্থী আছি তাদের উপর পরিবার, সমাজ ও রাষ্ট্র চেয়ে থাকে। প্রত্যেক ছাত্র ছাত্রীদের মনে রাখতে হবে তাদের উপর শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম রক্ষার দায়িত্ব আছে।

বক্তব্য রাখেন প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিদ্যালয়ের এই বার্ষিক অনুষ্ঠানে আমিনুর রশীদ কাদেরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক গোলাম মাওলা, কাপ্তাই বিএন স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ কমান্ডার এম নুরে আলম সিদ্দিকী, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল, উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, এডিশনাল এসপি জোনায়েদ সাকিব, দাতা সদস্য খোরশেদুল আলম কাদেরী প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি গোলাম ফারুক বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন। এরপর তিনি কাদেরী বিদ্যালয়ের প্রাঙ্গণে একটি কাজু বাদাম গাছ রোপণ করেন।

ডিসি/এসআইকে/এমএ