আনোয়ারায় ভুয়া চিকিৎসকের শাস্তির দাবিতে মানববন্ধন

ভুয়া ডাক্তারের বিচারের দাবিতে আনোয়ারায় মানববন্ধনের একাংশ।

আনোয়ারা প্রতিনিধি >>>
আনোয়ারায় ভুয়া চিকিৎসক সেলিনা আকতারের অপচিকিৎসা বন্ধ এবং তার শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) বিকেলে উপজেলার চাতরী চৌমুহনী বাজারে আনোয়ারা সচেতন ছাত্র নাগরিক সমাজের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বিভিন্ন এলাকার নানান শ্রেণি-পেশার মানুষ জড়ো হয়ে সমাবেশে মিলিত হন। এ সময় সেলিনা আকতারের অপচিকিৎসার প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেন মোহাম্মদ মানিক, মোহাম্মদ খালেদ, রাজিবুল ইসলাম, মোহাম্মদ জিহাদ, মোহাম্মদ নাঈম, মোহাম্মদ হানিফ ও ঈসা খান প্রমুখ।
উল্লেখ্য, আনোয়ারা বন্দর মহল খান বাজারে অবসরপ্রাপ্ত পরিবার পরিকল্পনার মাঠ কর্মী দীর্ঘদিন ধরে গাইনি চিকিৎসক পরিচয় দিয়ে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। গত ৫ বছরে ভুয়া চিকিৎসক সেলিনা আকতারের অপচিকিৎসায় ৭ জন অন্তসত্ত্বার মৃত্যু ঘটে। প্রতিবারই টাকার বিনিময়ে আপস করে নেন তিনি। গত ৮ জানুয়ারি ছলিমা আকতার নামের এক প্রসূতি মায়ের মৃত্যু হলে পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে ২ লাখ টাকায় আপস করে নিলে এলাকায় ব্যাপক সমালোচনার ঝড় উঠে। পরে পুলিশ তার চেম্বার সিলগালা করে দেয়।

ডিসি/এসআইকে/জাআ