আনোয়ারায় আগুনে ৮০ লক্ষ টাকার ক্ষতি : সড়কে কাজ চলায় যেতে পারেনি ফায়ার সার্ভিস

আনোয়ারা প্রতিনিধি >>>
দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ভয়াবহ অগ্নিকা-ে ৮০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোর ৪ টায় এই ঘটনা ঘটে। সড়কে সংস্কার কাজ চলার কারণে অনেক চেষ্টা করেও ঘটনাস্থলে পৌঁছতে পারেনি ফায়ার সার্ভিসের গাড়ি। অগ্নিকা-ে ধ্বংস হওয়া দোকানটি একটি সাউন্ড সিস্টেমের দোকান বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আনোয়ারা উপজেলার জয়খালী বাজারের দীঘির পূর্ব পাড়ে খাজা মাইক ও সাউন্ড সার্ভিস নামে একটি মাইকের দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়েও ঘটনাস্থলে যেতে পারেনি আনোয়ারা ফায়ার সার্ভিসের কর্মীরা। সড়ক সংস্কারের কাজ চলায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে যেতে না পারায় ভয়াবহ অগ্নিকা-স্থল থেকে কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।
দোকানের মালিক আবদুল মান্নান জানান, প্রতিদিনের মতো কালকেও দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। পরে আগুন লাগার খবর পেয়ে দোকানে আসি। আমার পক্ষে কিংবা প্রত্যক্ষদর্শীদের পক্ষে ভয়াবহভাবে লাগা আগুন নিয়ন্ত্রণ সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের গাড়িও আসতে না পারায় আমার সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। সবাই চেষ্টা করেছে কিন্তু আগুন নিয়ন্ত্রণ সম্ভব হয়নি। তিনি আরও বলেন, কেউ শত্রুতা করে আমাদের দোকানে আগুন দিয়েছে। আগুনে আমার সবকিছু শেষ হয়ে গেছে। এতে প্রায় ৮০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে যা পুষিয়ে আসা আমার পক্ষে সম্ভব নয়।
আনোয়ারা ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, আনোয়ারা সড়কের কাজ চলার কারণে আমাদের অন্য রাস্তা দিয়ে আসতে দেরী হয়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা ধারণা করছেন।

ডিসি/এসআইকে/এমএম