আনোয়ারায় কোয়ারেন্টাইন অমান্য করায় ১০ হাজার টাকা অর্থদণ্ড

আনোয়ারা প্রতিনিধি >>>
করোনা ভাইরাস নিয়ে যেখানে আতঙ্ক বিরাজ করছে পুরো বিশ্বজুড়ে। সেখানে নিরাপত্তার জন্য প্রশাসনের পক্ষ থেকে কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হলেও তা অমান্য করায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার এক ব্যক্তিকে দশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৮ মার্চ) আনোয়ারা উপজেলার বরুমছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জামাল উদ্দিনের ছেলে প্রবাসী মোহাম্মদ ইদ্রিকে এই জরিমানা করা হয়। মোহাম্মদ ইদ্রিস গত ৮ মার্চ দুবাই থেকে বাংলাদেশে আসেন। এরপর থেকেই তাকে প্রশাসনিক নজরদারিতে রাখা হয়। কিন্তু প্রশাসনের নির্দেশনা অমান্য করে তিনি প্রকাশ্যেই চলাফেরা করছিলেন। এতে করে তার শরীরে যদি ভাইরাসের অস্তিত্ব থাকে তাহলে তা ছড়িয়ে যেতে পারে- এই বিষয়ে সতর্ক করে তাকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দিয়েছিল উপজেলা প্রশাসন।
জরিমানার বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ বলেন, আমরা খবর পেয়ে বরুমছড়া গ্রামে গিয়ে মোহাম্মদ ইদ্রিস কোয়ারেন্টাইন নির্দেশনা অমান্য করায় তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এসময় আশেপাশের কাউকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।

ডিসি/এসআইকে/এমএম