অভাব-অনটন আর অভিমানে সীতাকু-ে একজনের আত্মহত্যা

সীতাকুণ্ড প্রতিনিধি >>>
সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নে ধারাবাহিক অভাব-অনটন এবং এ নিয়ে পরিবারের সাথে অভিমান করে আত্মহত্যা করেছেন ৪০ বছর বয়সী শামিম নামের এক ব্যক্তি। ইউনিয়নের পূর্ব হাসনাবাদ এলাকার সেনারজি বাগান বাড়ি পাহাড়ের টিলার উপর নিজ ঘরে মঙ্গলবার (১৭ মার্চ) এ ঘটনা ঘটে।
সীতাকুণ্ড মডেল থানার এসআই সুজায়েত লাশটি উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন। শামীম পেশায় একজন অটো রিক্সা চালক ছিলেন।
তার স্ত্রী রোশা জানান, গত শনিবার (১৪ মার্চ) তার স্বামী শামীম অটো রিকশা নিয়ে ভাটিয়ারী স্টেশন এলাকায় দাঁড়িয়ে ছিল। ঐ সময় বার আউলিয়া হাইওয়ে থানার পুলিশ তার অটো রিক্সাটি আটক নিয়ে যায়। এরপর থেকে সে বেকার হয়ে পড়ে। সংসারে অভাব-অনটনের কারণে ঝগড়া হতো হতো। মঙ্গলবার (১৭ মার্চ) আমি পানি আনতে বাহিরে গেলে ঘরে এসে দেখি সে ফাঁসিতে ঝুলে আছে। বিষয়টি আশেপাশের লোকজনকে জানালে তারা শামীমকে উদ্ধার করে স্থানীয় বিএসবিএ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শামীম নোয়াখালীর হাতিয়ার মৃত আবদুল জলিলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ভাটিয়ারী ইউনিয়নের পূর্ব হাসনাবাদস্থ সেনারজি বাগ বাগানবাড়ি পাহাড়ের টিলার উপর বসবাস করে আসছিলেন।
জানা গেছে, পুলিশ কর্তৃক অটোরিকশা জব্দের পর থেকেই শামিম বেকার হয়ে পড়ে। সংসারের ব্যয় নির্বাহ করতে পারছিলেন না তিনি। আর এ কারণে পারিবারিক কলহ তৈরি হয়। এর জেরে মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে স্ত্রী ও ছেলে-মেয়ের সাথে অভিমান করে ঘরের সিলিং এর সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন শামীম।

ডিসি/এসআইকে/এমজেএ