বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বোয়ালখালী পৌরসভার মেয়র

বোয়ালখালী প্রতিনিধি, দৈনিক চট্টগ্রাম >>>
চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মো. জহুরুল ইসলাম। সোমবার (১৩ সেপ্টেম্বর) নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, বোয়ালখালী পৌরসভার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মেয়র প্রার্থী মো. জহুরুল ইসলামের নামে বিধি মোতাবেক গেজেট প্রকাশের ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই। একই সঙ্গে অন্যান্য কাউন্সিলর পদে নির্বাচনে আইনগত কোনো বাধ্যবাধকতা না থাকায় আগামী ২০ সেপ্টেম্বর কাউন্সিলর পদে নির্বাচন কোনো জটিলতা নেই।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নির্বাচনের রিটার্নিং অফিসারকে নির্দেশনা দেওয়া হয় চিঠিতে।
বোয়ালখালী উপজেলার নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. নুরুল ইসলাম জানান, নির্বাচন কমিশন থেকে চিঠি পেয়েছি। শুধু একজন মেয়রপ্রার্থী হওয়ায় জহুরুল ইসলামকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। মেয়র পদ ছাড়া অন্যান্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

ডিসি/এসআইকে/আরএআর