বোয়ালখালীতে মসজিদ-ফোরকানিয়া মাদ্রাসার গেইটের নামকরণে বাধা নেই : আদালত

বোয়ালখালী প্রতিনিধি >>>
বোয়ালখালী উপজেলার মধ্যম চরণদ্বীপ হাজী বাচা মিয়া মিস্ত্রি মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসার গেইটের নামকরণে বাধা নেই বলে আদেশ দিয়েছে আদালত। চট্টগ্রামের অতিরিক্ত জেলা জজের ৪র্থ আদালতের মুহাম্মদ মোসলেহ উদ্দিন ৭ জানুয়ারি এ আদেশ দেন। আদেশে বলা হয়েছে, ১৯২১ সালে স্থানীয় মুসল্লীদের নামাজের সুবিধার্থে একটি জামে মসজিদ প্রতিষ্ঠা হয়। মসজিদটি প্রথমে সফর আলী, তারপর কোরবান আলী ও বর্তমানে হাজী বাচা মিয়া মিস্ত্রি জামে মসজিদ নামে পরিচিত হয়।
হাজী বাচা মিয়া মিস্ত্রি মসজিদের নামকরণ নিয়ে স্থানীয়দের মধ্যে মতবিরোধ দেখা দিলে নুরুল কবির গং বাদি হয়ে মোহাম্মদ নজরুল ইসলাম গংদের বিরুদ্ধে বোয়ালখালী সিনিয়র সহকারী জজ আদালতে একটি স্থায়ী নিষেধাজ্ঞার মামলা দায়ের করেন।
২০১৬ সালের ১৭ জুলাই বিবাদিদের প্রতি নিম্ন আদালত নিষেধাজ্ঞা প্রদান করলে এর বিরুদ্ধে জেলা জজের চট্টগ্রাম আদালতে মোহাম্মদ নজরুল ইসলাম গং আপিল করেন। এই আপিল নিষ্পত্তির জন্য অতিরিক্ত জেলা জজের ৪র্থ আদালত চট্টগ্রামে স্থানান্তরিত হলে আদালত উভয় পক্ষের শুনানী শেষে আপিল মামলা বিনা খরচে মঞ্জুর করে নিম্ম আদালতের নিষেধাজ্ঞা বাতিল করে রায় দেন।
এরফলে হাজী বাঁচা মিয়া মিস্ত্রী জামে মসজিদ নাম ব্যবহারে আইনগত কোনো সমস্যা হবে না। অন্যের জমির উপর নিষেধাজ্ঞা চাওয়ার আইনগত সুযোগ নেই বলে উচ্চ আদালত এ আদেশ প্রদান করে বলে জানা গেছে।

ডিসি/এসআইকে/এসএইচজে