চবি’র বাস খাদে পড়ে আহত ২৫

মোহাম্মদ জিপন উদ্দিন, ফটিকছড়ি থেকে >>>
ফটিকছড়ি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উদ্দেশ্যে ছেড়ে যাওয়া শিক্ষার্থীবাহী নববাক বাসটি খাদে পড়ে ২৫ শিক্ষার্থী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল আটটা ৫০ মিনিটে উপজেলার মনিয়া পুকুর চেয়ারম্যান ঘাটায় এই দুর্ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা জানায়, ফটিকছড়ি থেকে ছেড়ে আসা বিআরটিসির বাসটি মনিয়াপুকুর পাড়ের চেয়ারম্যান ঘাটা এলাকায় আসলে অপর একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিলে পরে যায়। এতে অন্তত ২৫ জন শিক্ষার্থী আহত হয়। আহত শিক্ষার্থীদের হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে এর মধ্যে ৮ জনকে উন্নত চিকিৎসা জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর এস এম মনিরুল হাসান বলেন, ফটিকছড়ি থেকে আসা নববাক বাসটি সকালে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য ছেড়ে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। আমরা ঘটনাস্থলে গিয়েছি। আহত ৮ জনকে উন্নত চিকিৎসার জন্য চমেকে পাঠানো হয়েছে।

ডিসি/এসআইকে/এমজেইউ