কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক

এসএইচ জুনাঈদী, বোয়ালখালী থেকে >>>
‘শিশুদেরকে একাডেমিক শিক্ষার পাশাপাশি সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিতে পারলে আজকের শিশুরা আগামিতে মানব সম্পদে পরিণত হবে’। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও হাইজিন কর্ণার উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন।
বেলা সাড়ে ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. নুরুল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, সহকারী কমিশনার মাসুদুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী, ইউপি চেয়ারম্যান এস এম জসিম, ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সঞ্চিতা পালিত, প্রধান শিক্ষক বিশ্বজিৎ বড়ুয়াসহ অনেকে।
পরে কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ের জেলা পর্যায়ে শুদ্ধ সুরে জাতীয় সংগীত পরিবেশনকারী শ্রেষ্ঠ দলের শিক্ষার্থীরা অতিথিদের দেশাত্মবোধক গান পরিবেশন করেন। শেষে জেলা প্রশাসকসহ অন্যান্য অতিথিরা বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম পরিদর্শন করেন।

ডিসি/এসআইকে/এসএইচজে