২৪ ফেব্রুয়ারি খুলছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, ২ ছাত্র স্থায়ী বহিষ্কার

সীতাকুণ্ড প্রতিনিধি >>>
দীর্ঘ ২৬ দিন বন্ধ থাকার পর আগামি ২৪ ফেব্রুয়ারি (সোমবার) খোলা হচ্ছে সীতাকুণ্ড উপজেলার কুমিরায় অবস্থিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউসি)। সম্প্রতি সংঘটিত ঘটনায় ৮ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি ও ২ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কারের মাধ্যমে বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে হল খোলার কথা জানায়।
গত ২৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ছাত্র নির্যাতন, বিশ্ববিদ্যালয়ের নিয়ম বহির্ভূত কার্যক্রমসহ কিছু শৃঙ্খলাভঙ্গজনিত ঘটনার পরিপ্রেক্ষিতে আইআইইউসি বন্ধ ঘোষণা করা হয়। বুধবার (১৯ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত জরুরী সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন এবং বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সুপারিশ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের সভাপতিত্বে বুধবার অনুষ্ঠিত জরুরী সিন্ডিকেট সভায় পেশ করা হয়। সিন্ডিকেট তদন্ত প্রতিবেদনের সুপারিশসমূহ বিশদ পর্যালোচনার পর সর্বসম্মতিক্রমে দোষী সাব্যস্ত ১০ ছাত্রকে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করে।
সভায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী উচো অং মারমা ও মো. অনিক ইসলামকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। এছাড়া মো. মশিউর রহমান ও ওমর ফারুক তুহিনকে ২ বছরের জন্য, হাসান হাবীব মুরাদ, রবিউল হোসেন রনি ও মো. শফিউল আলমকে ১ বছরের জন্য এবং এজাজুল হক অমি, আবদুল্লাহ আল তাশরীফ ও আবদুল্লাহ আল নাঈমকে ১ সেমিস্টারের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আগামি ২৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম শুরু হবে জানিয়ে ছাত্র-ছাত্রীদেরকে ক্যাম্পাসে সার্বক্ষণিক পরিচয়পত্র (আইডি কার্ড) বহন ও প্রদর্শনের নির্দেশনা দেয়া হয়।
উল্লেখ্য যে, গত ১০ ফেব্রুয়ারি বেলা এগারোটায় ক্যাম্পাসের অডিটোরিয়ামে আইআইইউসি কর্তৃপক্ষ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে সকল সভা-সমাবেশ, মিছিল-মিটিং সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করে।

ডিসি/এসআইকে/এমজেএ