৮ ফার্মেসীকে ১ লক্ষ ৪৫ হাজার টাকা জরিমানা, অবৈধ ঔষধ ধ্বংস

শাহাদাত হোসাইন জুনাঈদী, বোয়ালখালী প্রতিনিধি>>>
উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুনের নির্দেশে বোয়ালখালী উপজেলার বিভিন্ন এলাকার ৮ টি ফার্মেসীকে লাইসেন্স না থাকা, ড্রাগিস্ট ও কেমিস্ট না থাকা, বিক্রয় নিষিদ্ধ ঔষধ কোম্পানীর স্যাম্পল, আমদানী নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ঔষধ, গুণগত মান নষ্ট হওয়া ঔষধ বিক্রয়ের অপরাধে ১ লক্ষ ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিবযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন, চট্টগ্রাম এর সহকারী পরিচালক হোসাইন এম ইমরান, বোয়ালখালী থানার এস আই আরিফ হোসেন প্রমুখ।
অভিযানের সময় পৌর এলাকার জব্বার মার্কেট এর নিলু ফার্মেসীর মৃত মিলন মজুমদারের ছেলে লিটন মজুমদারকে ২৫ হাজার টাকা, মনোয়ারা ফার্মেসীর রঞ্জন ভট্টাচার্যকে ১০ হাজার টাকা, রঞ্জিত দে’র ছেলে বাবুল দে কে ২৫ হাজার টাকা, হক ফার্মেসীর আব্দুল হকের ছেলে মো. ফরিদুল আলমকে ১৫ হাজার টাকা, শাহ আমানত মার্কেটের সিকদার ফার্মেসীর ঝুনু সিকদারের ছেলে বাদল সিকদারকে ১৫ হাজার টাকা, চৌধুরী ফার্মেসীর কাঞ্চন চৌধুরীর ছেলে লিটন কান্তি চৌধুরীকে ১৫ হাজার টাকা, ফুলতলা বাজার এলাকায় মেসার্স গ্রামীণ ডি সি ফার্মেসীর মৃত সিরাজুল হকের ছেলে মুহাম্মদ জাহাঙ্গীর আলমকে ১৫ হাজার টাকা এবং গ্রামীণ মেডিসিন কর্নারের আব্দুর রহমানের ছেলে সাইফুল আলমকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া অভিযান চলাকালীন প্রায় ৫০ হাজার টাকার অবৈধ ঔষধ জব্দ করা হয়, যা পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন এর উপস্তিতিতে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ধ্বংস করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. মোজাম্মেল হক চৌধুরী জানান, জনস্বার্থে এই অভিযান নিয়মিত চলবে।

ডিসি/এসআইকে/এসএইচজে