না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন

বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন।

আনোয়ারা প্রতিনিধি >>>
না ফেরার দেশে চলে গেলেন আনোয়ারা উপজেলার ২ নম্বর বারশত ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন (৭০)। ৯ মার্চ (সোমবার) দুপুর দুইটায় ঢাকায় যাওয়ার পথে হঠাৎ করে খারাপ লাগলে তাকে কুমিল্লার একটি মেডিকেলে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক মুক্তিযোদ্ধা জামাল উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য, উপজেলার ২ নম্বর বারশত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন উপজেলার বারশত ইউনিয়নের গুন্দীপ গ্রামের মতিউর রহমানের ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে তিন মেয়েসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন।
এদিকে বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিনের মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান, সাধারণ সম্পাদক এম এ মালেক, আনোয়ারা উপজেলা যুবলীগের আহবায়ক শওকত ওসমান, ২ নম্বর বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ, আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলী আকবর, সাধারণ সম্পাদক জাফর ইকবাল। এছাড়াও আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দরাসহ বিভিন্ন অঙ্গ-সংগঠন শোক জানিয়েছেন।
আজ (১০ মার্চ) মঙ্গলবার বেলা ১১ টায় তার নিজ বাড়ির আসকর আলী জামে মসজিদে জানাযা অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

ডিসি/এসআইকে/এমএম