ফটিকছড়িতে নিখোঁজের পরদিন বৃদ্ধার লাশ উদ্ধার

ফটিকছড়ি প্রতিনিধি >>>
চট্টগ্রামের ফটিকছড়িতে নিখোঁজের একদিন পর বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার পাইন্দং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ছমদ বাড়ির বিল থেকে তাঁর লাশ উদ্ধার করে বসতঘরে নিয়ে আসলে সেখান থেকে পুলিশ লাশটি সংগ্রহ করে থানায় নিয়ে যায়।
নিহতের নাম আহাম্মদ হোসেন (৫৮)। তিনি ওই বাড়ির মৃত তোফায়েল আহাম্মদের ছেলে। গত রবিবার রাত বারটা থেকে তিনি নিখোঁজ ছিলেন। পেশায় কৃষক। আহাম্মদ হোসেনের পরিবারের লোকজন জানান, আহাম্মদ হোসেন রবিবার রাত বারটার দিকে নিজের কিছু কৃষিক্ষেত দেখতে বাড়ির পাশে বিলে যান। ইতোপূর্বে দীর্ঘদিন ধরে তার কিছু কৃষিজমি নিয়ে আপন ভাইদের সাথে বিরোধ চলছিল। দীর্ঘক্ষণ বসতঘরে না ফেরায় পরিবারের লোকজন চারিদিকে খোঁজ নিতে থাকে। গতকাল সোমবার ভোর সাড়ে চারটার দিকে পথচারীরা বিরোধীয় সেই কৃষিজমি তথা বিলের পাশে বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনকে খবর দেন। দ্রুত তারা বিষয়টি থানা পুলিশকে অবহিত করে এবং লাশ বৃদ্ধের বসতঘরে নিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বৃদ্ধের বড় ছেলে মুহাম্মদ ইরফান উদ্দিন বলেন, ‘আমাদের পরিবারের সাথে চাচাত ভাইদের জমিজমা নিয়ে কিছুটা বিরোধ আছে। এছাড়াও আমার বাবা হৃদরোগে আক্রান্ত একজন রোগী। কেউ খুন করল নাকি বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে তা বুঝা যাচ্ছে না। আমরা বিষয়টি পুলিশকে জানিয়েছি’।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আকতার বলেন, ‘লাশের শরীরে কোথাও আঘাতে চিহ্ন নেই। এছাড়া মৃতব্যক্তি দীর্ঘদিন ধরে হৃদরোগী ছিলেন। পরিবারের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তাদের দাবির প্রেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি দেওয়া হয়েছে’।

ডিসি/এসআইকে/এমএনইউ