চসিকের মেয়র হতে মনোনয়ন ফরম নিলেন সুজন

খোরশেদ আলম সুজন।

নগর প্রতিবেদক >>>
আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচনের বাসনায় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলোচিত খোরশেদ আলম সুজন। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় বাংলাদেশ আওয়ামী লীগের ধানমন্ডিস্থ দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে খোরশেদ আলম সুজনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য নুরুল কবির। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যক্তিগত সহকারী স্বরুপ দত্ত রাজু।
সাবেক ছাত্রনেতা খোরশেদ আলম সুজন রাজনীতির বাইরেও নাগরিক উদ্যোগ নামের একটি সংগঠনের প্রধান উপদেষ্টা। এই সংগঠনের ব্যানারে তিনি সম্প্রতি পেঁয়াজ ছাড়া রান্না করে খাওয়ার একটি কর্মসূচির জন্য সমালোচিত হন। অনেকে এটিকে সরকার বিরোধী কর্মসূচি বলে মন্তব্য করেন। এছাড়াও গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নাগরিক বিভিন্ন সমস্যার সমাধানে তিনি এই সংগঠনের ব্যানারে বেশ কিছু কর্মসূচি পালন করে সব সময় থেকেছেন আলোচনায়। নগরীর উত্তর কাট্টলীর অধিবাসী এই নেতা জাতীয় সংসদ নির্বাচনে পতেঙ্গা থেকে সংসদ সদস্যপদে প্রার্থীতা চেয়েও ব্যর্থ হন।
অতি সম্প্রতি তিনি বিভিন্ন গণমাধ্যমকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচন করার অভিপ্রায় জানিয়ে সাক্ষাৎকারও দেন। তিনি বলেন, দলীয় নমিনেশন পেলে নির্বাচন করতে প্রস্তুত। তবে বার বার তার দলীয় মনোনয়ন নিতে ব্যর্থতা নিয়ে নানান আলোচনা থাকলেও তিনি তাঁর চেষ্টা চালিয়ে গেছেন সব সময়। থেকেছেন সরব। সামাজিক, রাজনৈতিক এবং নাগরিক ভাবনাগুলো নিয়ে কর্মসূচির বাইরেও নানান কর্মসূচিতে তার সরব অংশগ্রহণ প্রশংসা কুড়িয়েছে সব সময়।

ডিসি/এসআইকে/এসজেপি