ফটিকছড়িতে নকল পণ্য তৈরির কারখানা!

মোহাম্মদ জিপন উদ্দিন, ফটিকছড়ি প্রতিনিধি >>>
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বিভিন্ন কোম্পানির নকল মোড়ক ও লেভেল লাগিয়ে ভেজাল ভোগ্যপণ্য তৈরি ও বাজারজাত করে আসছিলো একটি চক্র- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভেজাল পণ্য তৈরির কারখানায় অভিযান চালিয়ে ভেজাল পণ্য ও কারখানা জব্দ করা হয়।
বুধবার (১১ মার্চ) রাতে ফটিকছড়ি থানার অফিসার্স ইনচার্জ বাবুল আকতারের দিক নির্দেশনায় এসআই রিদুয়ান ও এএসআই নুরুল হাকিমসহ সংগীয়ফোর্স উপজেলার দক্ষিণ রাংগামাটিয়া এলাকার নজির আহামদ সারেং বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুল পরিমাণ ভেজাল সরিষার তেল, সয়াবিন তেল, নকল ট্যাংক, নকল ভিনেগার, টেস্টি স্যালাইন, রসনী ফ্রুটো, বেকিং পাউডার, জুস, টমেটো সস, গোলাপ জল, কেওড়া জল, সাবান, সয়া সস, কাস্টার্ড পাউডার, মটরশ্যূঁটি ও ভেজাল পণ্য তৈরির মেশিন ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। এসময় ভেজাল পণ্য উৎপাদনকারী মো. সালাহ উদ্দীন (৩২) কে গ্রেফতার করা হয়। তিনি নোয়াখালী জেলার হাতিয়ার নলিসিরা এলাকার জসিম উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভেজাল পণ্য উৎপাদনকারী মো. সালাহ উদ্দীনকে ৬ ছয় মাসের সাজা প্রদান করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সায়েদুল আরেফিন বলেন, ‘ভেজাল পণ্য ও ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের অভিযান আগামিতেও অব্যাহত থাকবে, রেহাই পাবে না কেউই’।

ডিসি/এসআইকে/এমজেইউ