সীতাকুণ্ডে ৮০ বছরের বৃদ্ধাকে উচ্ছেদ-হত্যার হুমকি

সীতাকুণ্ড প্রতিনিধি >>>
৮০ বছরের এক বৃদ্ধ নারীকে নিজের বসতভিটা ও জন্মস্থান ছেড়ে দিতে মফিজ ও তার বাহিনীর হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। উত্তর চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মাদামবিবির হাট এলাকায় এই ঘটনা ঘটার পর সীতাকু- প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীর পরিবার।
সংবাদ সম্মেলনে বৃদ্ধা সুফিয়া খাতুন (৮০) লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, আমার পিতা হাসিব মিয়ার দুই মেয়ে ছাড়া আর কোনো সন্তান ছিল না। আমার পিতার মৃত্যুর পর আমার দাদা আব্দুল গফুর আমার ও আমার বোনের অংশ এলাকার সন্ত্রাসী মফিজুর রহমান প্রকাশ মফিজ কাছে পুরো ৩০ শতক সম্পত্তি বিক্রি করে দেয়। মফিজ সমস্ত সম্পত্তি খরিদ করার পর থেকে আমাদেরকে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিয়ে আসছে। এমনকি সে আমার ছেলে মো. জামালকে একের পর এক চাঁদাবাজির মামলা, মারধরের মামলা দিয়ে আসছে এবং অন্য দাগের জায়গা নিয়ে মামলা দিলে সবগুলো মামলা আদালত খারিজ করে দেয়। এখন আমার ছেলে মো. জামাল জায়গার কাগজ আদালত থেকে সইমুরী নকল নিয়ে বিএস এর বিরুদ্ধে মামলা করলে সে আরো ক্ষিপ্ত হয়ে আমাদেরকে এখন বাড়ি-ঘর ছেড়ে চলে যেতে হুমকি দিচ্ছে। আদালতের নোটিশ জারীকারক মো. আলী মফিজের কাছে নোটিশ নিয়ে আসলে সে নোটিশ না নিয়ে জারীকারকের সাথে দুর্ব্যবহার করে তাকে তাড়িয়ে দেয়। গত বুধবার (৪ মার্চ) সকাল ১১ টায় মুখোশ পড়া সন্ত্রাসী মানিকের নেতৃত্বে ৩-৪ জন সন্ত্রাসী আমাদের বাড়ি এসে আমাকে বিভিন্ন ধরনের অশ্লীল ভাষা ব্যবহার করে শাসিয়ে যায়, বাড়ি-ঘর ছেড়ে চলে না গেলে আমাদের সকলকে মেরে ফেলবে বলে হুমকি দেয়। তার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে শুনে মফিজ রাতারাতি ঘর নির্মাণের জন্য আমাদের উপর নিপীড়ন চালাচ্ছে। সুফিয়া খাতুন ভূমিদস্যু, মামলাবাজ মফিজের হাত থেকে পরিত্রাণ পেতে প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ জানিয়ে লিখিত বক্তব্য রাখেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মো. নুরুচ্ছাপা, মো. জামাল, রহিমা আক্তার, সেলিনা আকতার।

ডিসি/এসআইকে/এমজেএ