স্কুল শিক্ষার্থীদের সড়ক অবরোধ

মো. মহিউদ্দিন, কর্ণফুলী প্রতিনিধি >>>
এক স্কুল শিক্ষার্থীর সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার জের ধরে শনিবার (২৫ জানুয়ারি) বিকালে কর্ণফুলীতে সড়ক অবরোধ করেছে স্কুল শিক্ষার্থীরা। জানা গেছে, কর্ণফুলী উপজেলায় ট্রাকের ধাক্কায় উপজেলার বড়উঠান ইউনিয়নের দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থী আহত হওয়ার ঘটনার জের ধরে তার সহপাঠীরা প্রায় এক ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। শিক্ষার্থীদের সড়ক অবরোধে করে বিক্ষোভ প্রদর্শনের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকেল তিনটা থেকে প্রায় এক ঘন্টা সড়ক অবরোধ করে রাখায় সড়কের উভয় পাশে প্রায় দশ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হোসেন ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সাথে কথা বলেন। পরে শিক্ষার্থীরা ওই সড়কে গতিরোধক স্থাপন করে দেয়ার আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেয়।
উল্লেখ, গত সোমবার বিকাল পৌনে চারটার সময় স্কুল থেকে মডেল টেস্ট পরীক্ষা দিয়ে বের হয়ে দৌলতপুর কেইপিজেড গেটে পিএবি সড়কে গাড়ির জন্য দাঁড়ায় সালমা সিদ্দিকা নামে এসএসসি পরীক্ষার্থী এক কিশোরী। ওই সময় বেপরোয়া গতির একটি ট্রাক সালমাকে ধাক্কা দেয় এবং দ্রুত চলে যায়। এতে গুরুতর আহত অবস্থায় সালমাকে হাসপাতালে ভর্তি করান প্রত্যক্ষদর্শীরা। ঘটনার পরই অন্য শিক্ষার্থীরা তিনদিনের মধ্যে গতিরোধক দেওয়ার কথা থাকলেও গত পাঁচদিন অতিবাহিত হয়, কিন্তু গতিরোধক স্থাপন করা হয়নি। তাই শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলনে নামে।

ডিসি/এসআইকে/এমএম