টিকেট প্রিটিং প্রেস কলোনী হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

সংবাদ বিজ্ঞপ্তির >>>
চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন ১৩নং পাহাড়তলী ওয়ার্ডস্থ ঐতিহ্যবাহী টিকেট প্রিন্টিং প্রেস কলোনী হাই স্কুলের বার্ষিক ক্রীড়া, পুরস্কার বিতরণী সভা ও এসসিসি পরীক্ষার্থীদের বিদায়, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে ২ দিনব্যাপি আয়োজিত অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে টিপিপি কলোনী মাঠে অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন স্কুল পরিচালনা পরিষদের দাতা সদস্য ও ১৩নং পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কমিশনার মোহাম্মদ রফিকুল ইসলাম খোকন।
স্কুলের প্রধান শিক্ষক মৃনাল কান্তি দাশের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুল পরিচালনা পরিষদের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মো. দেলোয়ার হোসেন কিরণ। এসময় উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা পরিষদের শিক্ষানুরাগী সদস্য এ জেড এম মাহমুদুল ইসলাম মানিক, অভিভাবক সদস্য মো. আব্দুল মান্নান, মো. রফিকুল ইসলাম রফিক, মো. আবুল কালাম আজাদ, তামান্না খানম নাজমা, শিক্ষক প্রতিনিধি মো. মোমিনুল হক, মো. সুমন আলী, শিরিন সুলতানা, সাবেক অভিভাবক সদস্য আবুল কালাম মজুমদার, ফেরদৌস হাসান, সহকারী প্রধান শিক্ষক শিখা চক্রবর্ত্তী, শ্রাবণী চৌধুরী, ফরিদা বেগম, মোহাম্মদ সাহাবুদ্দীন, বাহার উদ্দিন, মোছাম্মৎ শিরীন সুলতানা, নাদিরা পারভীন, মিজানুল হাসান চৌধুরী, মো. সুমন আলী, জান্নাতুল ফেরদৌস, তাহেরা খাতুন, মুহিবুর রহমান, কাজী সাইফুন নাহার চৌধুরী, মো. আব্দুর রহিম, মো. কাদির।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন রফিকুল ইসলাম খোকন।

অনুষ্ঠানের শুরুতে স্কুলের ধর্মীয় শিক্ষক মুহাম্মদ জয়নাল আবেদীনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানের প্রথম পর্বে অতিথি, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকদের সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন করেন। শিক্ষার্থীরা ক্রীড়া নৈপূণ্য ও মনোমুগ্ধকর দেশাত্ববোধক গানের সাথে ডিসপ্লে প্রদর্শন করে। তারা শপথ পাঠ করার পর পাঁয়রা ও বেলুন উড়িয়ে ক্রীড়া অনুষ্ঠান উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
দিনব্যাপী ৩৩টি ইভেন্টের খেলা শেষে চূড়ান্ত পর্বে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ডিসি/এসআইকে/আরআর