সংকটকালে অর্থনীতির চাকা সচল রাখতে হবে : সিটি মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, করোনা ভাইরাসের সংক্রমণে জনজীবন বিপর্যস্ত, অবরুদ্ধতার কঠিন জালে আটকানো ছাড়া করোনা সংক্রমণ থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নেই।  সামাজিক দূরত্ব নিশ্চিত করতে গিয়ে মানুষের মধ্যে তৈরি হয়েছে অনাকাঙ্খিত স্থবিরতা।  এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া অতি সাধারণ মানুষ।  ইতোমধ্যে ভেঙ্গে পড়েছে প্রতিটি দেশ ও বিশ্বের অর্থনৈতিক মেরুদন্ড।  জীবনের পাশাপাশি জীবিকাও থেমে থাকবে না।  তাই সকল পরিস্থিতি বিবেচনায় এবং প্রয়োজনের তাগিদে এলাকাভিত্তিক লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।  বিশ্বজুড়ে মহামারির এই সংকটকালে থেমে থাকা অর্থনীতির চাকা সচল রাখতে আমাদের সকলকে সমন্বিত উদ্যোগে এগিয়ে আসতে হবে।
আজ শনিবার (২৭ জুন) দুপুরে টাইগারপাসস্থ বিন্নাঘাস প্রকল্প অফিসে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলার ৫’শ শ্রমিক পরিবার ও চাঁন্দগাওস্থ হাজিরপুল এলাকায় বৃহত্তর চট্টগ্রাম সড়ক পরিবহন সড়ক ঐক্য পরিষদের ৩৫০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণকালে সিটি মেয়র এসব কথা বলেন।
এসময় মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের চট্টগ্রাম জেলার সভাপতি তপন দত্ত, আন্ত:জেলা পরিবহন নেতা আবদুর রহিম, মোহাম্মদ আবুল কাশেম, মোহাম্মদ সিরাজুল ইসলাম, শ্রমিক নেতা ইফতেখার কামাল খান, মোহাম্মদ হানিফ, বৃহত্তর চট্টগ্রাম সড়ক পরিবহন সড়ক ঐক্য পরিষদের সদস্য সচিব উজ্জল বিশ্বাস, চট্টগ্রাম দোকান কর্মচারী ফেডারেশনের মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ বখতেয়ার, মোহাম্মদ আবু বকর, মোহাম্মদ ইকবাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।- সংবাদ বিজ্ঞপ্তির

ডিসি/এসআইকে/এমএনইউ