সফটওয়্যারের আওতায় চসিকের পরিবহন বিভাগ

নগর প্রতিবেদক, দৈনিক চট্টগ্রাম >>>
অনিয়ম রোধে ট্রান্সপোর্ট পুল ম্যানেজমেন্ট সিস্টেম (টিপিএমএস) নামক সফটওয়্যারের আওতায় আসছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) পরিবহন বিভাগ।  এর অংশ হিসেবে ১৯ লাখ টাকা ব্যয়ে টিপিএমএস সফটওয়্যার তৈরি করা হয়েছে।  এরইমধ্যে যান্ত্রিক শাখার ৯শ’ যানবাহন সফটওয়্যারটির ডাটবেজে অন্তর্ভুক্ত করা হয়েছে।
চসিকের যান্ত্রিক শাখার তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক বলেন, টিপিএমএস’র মাধ্যমে সব যানবাহনের যন্ত্রপাতির তথ্য ব্যবস্থাপনা, জ্বালানি বিতরণ ব্যবস্থাপনা, মেরামত, ভাড়া গ্রহণসহ যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে।  এতে স্বচ্ছতা নিশ্চিত হবে, অনিয়ম দূর হবে।
তিনি আরো বলেন, ডাটাবেজ হওয়া মানে পরিবহনের সমস্ত চিত্র একসঙ্গে চলে আসা।  এতে প্রতিটি গাড়িতে কি পরিমাণ জ্বালানি ব্যবহার হচ্ছে, কোন কর্মকর্তা ব্যবহার করছেন, কতবার মেইনটেনেন্স হয়েছে এসব তথ্য খুব সহজে জানা যাবে।  এতে সিদ্ধান্ত নিতে সহজ হবে।
এর আগে, মঙ্গলবার নগরীর টাইগারপাস এলাকায় চসিকের অস্থায়ী কার্যালয়ে টিপিএমএস সফটওয়্যারের ওরিয়েন্টেশন সম্পন্ন হয়।  এ সময় উপস্থিত ছিলেন চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোজেম্মেল হক, ভারপ্রাপ্ত সচিব নজরুল ইসলাম, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, তত্ত্ববধায়ক প্রকৌশলী বাবু সুদীপ বসাক প্রমুখ।
ট্রান্সপোর্ট পুল ম্যানেজমেন্ট সিস্টেম (টিপিএমএস) সফটওয়্যারের সার্বিক ব্যবস্থাপনায় ছিল মেসার্স প্রাইম এন্টারপ্রাইজ এবং কারিগরি সহায়তায় ছিল নিওসিস ওয়ার্ল্ড।

ডিসি/এসআইকে/আরএআর