নগর গোয়েন্দা পুলিশের অভিযানে বৈদেশিক মুদ্রাসহ আটক ৪

বৈদেশিক মুদ্রাসহ আটক প্রতারক চক্রের সদস্যরা। 

 

দৈনিক চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের (বন্দর) বিশেষ অভিযানে বৈদেশিক মুদ্রাসহ প্রতারকচক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। নগরীর কোতোয়ালী থানাধীন সিটি কর্পোরেশন মার্কেট আনসার ক্লাব সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪ বান্ডেল বৈদেশিক মুদ্রা এবং তাদের ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। গ্রেফতারকৃত প্রতারকচক্রের সদস্যরা হলেন কুমিলা জেলার হোমনা উপজেলার দরাকান্দির (আরিচাবাড়ি) মো. জহিরুল ইসলামের ছেলে মো. এবাদুল হক প্রকাশ এবায়দুল (৩৭)। তিনি নগরীর বাকলিয়ার মিয়াখান নগরস্থ তক্তারপুল ইয়ার আলী খান জামে মসজিদের পাশে বসবাসকারী ছিলেন। দ্বিতীয়জন মো. এয়ার হোসেন প্রকাশ রানা (৩৬) একই এলাকার আজিজ প্রধান বাড়ির মো. ইয়ামিনের ছেলে। তৃতীয়জন হচ্ছেন মো. এনামুল হক (৪০)। তিনি গাইবান্ধা জেলার দক্ষিণ হরিণসিঙ্গা গ্রামের নুরুল হক মেম্বারের বাগির মৃত নুরুল হকের ছেলে। চতুর্থ ব্যক্তি হলেন মো. হারুন (৪০)। তিনি পেশায় সিএনজি অটোরিকশাচালক। কুমিল্লা জেলার মুরাদনগর থানার চৈনপুরের মোল্লাবাড়ির আব্দুল গনি মিয়ার ছেলে। তিনি নগরীর মিয়াখাননগর আবু জাফর সড়কের নয়া মসজিদ (হারুন সওদাগরের বিল্ডিং ৩য় তলা ৩নং রুম) এর অস্থায়ী বাসিন্দা।

জব্দকৃত বৈদেশিক মুদ্রা  ও অটোরিক্সা ।

জানা গেছে, সোমবার (৪ নভেম্বর) রাত পৌনে ১১ টার দিকে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের উপ-পুলিশ কমিশনার এসএম. মোস্তাইন হোসেন (বিপিএম) এর নির্দেশে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) মো. সোহেল রানা ও সহকারী পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) মো. গোলাম ছরোয়ারের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক সৈয়দুল মোস্তফার নেতৃত্বে এসআই মো. আনোয়ার হোসেন, মো. জাহেদ পারভেজ তালুকদার সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ৪ বান্ডেল বৈদেশিক মুদ্রা (ওমানি রিয়েল) ও সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ চক্রের সক্রিয় সদস্য বলে ডিবি কার্যালয় প্রেরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়। দীর্ঘদিন ধরে বৈদেশিক মুদ্রা লেনদেনের মাধ্যমে সাধারণ নিরীহ জনগণের সাথে প্রতারণার অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।