চট্টগ্রামে নগর জামায়াত আমিরসহ ২৬৮ জনের বিরুদ্ধে মামলা

আদালত প্রতিবেদক, দৈনিক চট্টগ্রাম >>>
চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন শুলকবহর এলাকায় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে মহানগর জামায়াত আমিরসহ ২৬৮ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
গতকাল শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে পাঁচলাইশ থানার এসআই মো. কামরুজ্জামান খাঁন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন নগর জামায়াতের আমির মাওলানা মো. শাহজাহান (৬০), নায়েবে আমির আ জ ম ওবায়েদ উল্লাহ, মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. নুরুল আমিন, চসিকের সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী(৪৯), মো. মাসুদ পারভেজ (৩৫), শেখ তাজুল ইসলাম (৩৫), ইমরান হোসেন (২২), বেলাল হোসেন (৪১), মো. তৌহিদুজ্জামান (৩৮), মো. আরিফুল ইসলাম (৩৯), মো. ইসমাইল দাউদ (৩৩), মো. সোহেল (২২), নুর মোহাম্মদ (৩২), আবদুল বারেক ওরফে ছোটন (৩০), মো. রুবেল (৩০), মো. শামীম (২৯), আবদুর রহমানসহ (৩২) অজ্ঞাতপরিচয়ের ২০০-২৫০ জন। এর মধ্যে এজাহারনামীয় ৯ জন গ্রেফতার রয়েছে বলে জানিয়েছে পাঁচলাইশ থানার ওসি নাজিম উদ্দীন।
ওসি বলেন, শনিবার সকালে শুলকবহর এলাকায় ঝটিকা মিছিল করার সময় জামায়াত শিবিরের নেতাকর্মীরা রাস্তাঘাট বন্ধ করে গাড়ি ভাঙচুরের চেষ্টা চালালে পুলিশ বাঁধা দেয়। এসময় জামায়াত শিবিরের হামলায় দুই পুলিশ সদস্য আহত হন। এসময় তারা পুলিশের গাড়িও ভাঙচুর করেছে। আমরা ঘটনাস্থল থেকে ৯ জনকে আটক করেছি। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
গ্রেফতারদের রবিবার (২৫ ডিসেম্বর) সকালে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

ডিসি/এসআইকে/এনএনপি