শিক্ষিত নয়, সুনাগরিক হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হবে : কাউন্সিলর হিরণ

বক্তব্য রাখেন কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরণ।

খুলশী থানা প্রতিনিধি >>>
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর ও টিকেট প্রিন্টিং প্রেস কলোনী হাই স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ হোসেন হিরণ বলেছেন, আজকের শিক্ষার্থীদের শিক্ষিত নয়, সুনাগরিক হয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে হবে। তোমাদের সাফল্যে দেশ, সমাজ ও পরিবার গর্বিত হবে। নিজেদেরকে মানব কল্যাণে কাজ করার মন-মানসিকতায় তৈরি করতে এখন থেকেই প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। জীবনের প্রতিটি পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হতে হবে।
শনিবার (২৫ জানুয়ারি) চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন পাহাড়তলীস্থ টিকেট প্রিন্টিং প্রেস কলোনী হাই স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ৪ বারের কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরণ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ শ্যামল কান্তি মজুমদার বলেন, ইন্টারনেট এর অপব্যবহার থেকে শিক্ষার্থীদেরকে বিরত থাকতে হবে। তোমরা যে যে বিষয়ে পড়ালেখা করছ ইন্টারনেট থেকে সেই বিষয়ে অনেক জ্ঞান অর্জন করতে পারো।
বিদ্যালয় পরিচালনা পরিষদের দাতা সদস্য মো. রফিকুল ইসলাম খোকন’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন নাহার এগ্রো গ্রুপ’র ব্যবস্থাপনা পরিচালক মো. রকিবুর রহমান টুটুল সিআইপি, পাঁচলাইশ ডবলমুরিং থানা শিক্ষা অফিসার মো. শফিউল আলম, ওয়ার্লেস ঝাউতলা কলোনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহসীন, মির্জা আহমদ ইস্পাহানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. মুজিবুর রহমান, ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি হায়দার হোসেন বাদল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়েল প্রধান শিক্ষক মৃনাল কান্তি দাশ, সহকারী প্রধান শিক্ষক শিখা চক্রবর্তী, বিদ্যালয় পরিচালনা পরিষদের শিক্ষানুরাগী সদস্য এ জেড এম মাহমুদুল ইসলাম মানিক, অভিভাবক সদস্য দেলোয়ার হোসেন কিরণ, মোহাম্মদ আব্দুল মান্নান, আবুল কালাম আজাদ, মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক, তামান্না খানম নাজমা, সাবেক অভিভাবক সদস্য ব্যাংকার শাহ আলম, আবুল কালাম মজুমদার, পারভেজ রেজা, মো. শহীদ উল্লাহ, প্রজন্ম ৭১’র আহ্বায়ক বেলাল হোসেন মনা, ওয়ার্ড আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক আব্দুল হান্নান হীরা প্রমুখ।

কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরণকে সম্মাননা স্মারক প্রদান করে বিদ্যালয় কর্তৃপক্ষ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আব্দুল মান্নান, গীতা পাঠ করেন ১০ম শ্রেণির শিক্ষার্থী প্রান্ত সিংহ। অনুষ্ঠানে ২০১৯ সালের জেএসসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের ২য় পর্বে স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে ও আমন্ত্রিত অতিথি শিল্পী শংকর দে, স্বস্তিকা দাশ (প্রাপ্তী) ও মারজানা আক্তার স্বর্ণা সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে ১৩নং পাহাড়তলী ওয়ার্ডের সার্বিক উন্নয়নসহ শিক্ষার মানোন্নয়নে বিশেষ অবদান, পোল্ট্রি ব্যবসায় বিশেষ অবদান রাখায় নাহার এগ্রো গ্রুপ’র ব্যবস্থাপনা পরিচালক মো. রকিবুর রহমান টুটুলকে সম্মাননা ও আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

ডিসি/এসআইকে/এসজেপি