পূর্ব গাটিয়াডেঙ্গা হাবিবুল উলুম ইসলামিয়া দাখিল মাদ্রাসায় বিদায়-সংবর্ধনা

বক্তব্য রাখেন আলহাজ্ব আবুল বশর (আবু)।

সংবাদ বিজ্ঞপ্তির >>>
সাতকানিয়াস্থ পূর্ব গাটিয়াডেঙ্গা হাবিবুল উলুম ইসলামিয়া দাখিল মাদ্রাসার ‘দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও জেএসসি সংবর্ধনা অনুষ্ঠান- ২০২০’ মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার মাওলানা নুরুল আলম ফারুকী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি, শিল্পোদ্যোক্তা, সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব আবুল বশর (আবু)।
তিনি বলেন, এদেশের রাষ্ট্রীয় ব্যবস্থা ইসলামিক এবং প্রায় ৯০ ভাগ মুসলিম হয়েও মানুষ সত্যিকার ইসলাম অনুসরণ থেকে পিছিয়ে। ফলে আমাদের মাঝে দিন দিন নৈতিকতার অবক্ষয়, অতিলোভে দুর্নীতির আশ্রয়, মাদক গ্রহণ, সহনশীলতার অভাবে হিংসা-হানাহানিসহ বিভিন্ন অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের এদেশকে বাস্তবে সোনার বাংলায় রূপান্তর করতে হলে দুর্নীতিমুক্ত সমাজ, জান্নাত উপযোগী আলোকিত মানুষ ও জঙ্গিবাদমুক্ত যুব সমাজকে ইসলামিক ভাবধারায় জাতি গঠনের কাজে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ছাত্র-ছাত্রীদের সঠিক সুন্দর, সু-শিক্ষা ও নৈতিক শিক্ষার একমাত্র কারখানা হচ্ছে মাদ্রাসা ও স্কুল-কলেজ। জীবনের বড় সব অর্জনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞান অর্জন অপরিহার্য। পিতা-মাতার পাশাপাশি শিক্ষক-শিক্ষিকামন্ডলীরাই তোমাদের প্রকৃত জ্ঞান অর্জনে ভূমিকা থাকে। তাই তাঁদের সবসময় শ্রদ্ধাভরে সম্মান দিতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অনুষ্ঠানের মূখ্য আলোচক সিআইডি ইন্সপেক্টর এম. মাহফুজুর রহমান, নলুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহমদ মিয়া, আব্দুল মাবুদ চৌধুরী, এয়াকুব আম্বিয়া কল্যাণ ট্রাস্ট পরিচালিত হেফ্জখানা ও এতিমখানার সভাপতি আলহাজ্ব মো. মুজিবুর রহমান ও মাদ্রাসার সুপার আলহাজ্ব মাওলানা নুরুল আলম ফারুকী প্রমুখ।

ডিসি/এসআইকে/এসজেপি