নকল ট্রেডমার্ক ও মোড়কের চা-পাতাসহ গ্রেফতার ৩

নগর প্রতিবেদক >>>
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের অভিযানে নকল ট্রেডমার্ক ও মোড়ক সম্বলিত চা-পাতাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকাল পৌনে চারটায় চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আবুল খায়ের কোম্পানীর ঝঊণখঙঘ চা-পাতার মোড়ক ও ট্রেডমার্ক নকল করে ঝঊঠজঙঘ নাম দিয়ে সিলিং মেশিনের মাধ্যমে নিম্নমানের চা পাতা প্যাকেটজাত করার সময় তাদের আটক করা হয় বলে সিএমপির গোয়েন্দা বিভাগ জানিয়েছে।
তাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে এই ধরণের একটি তথ্য আসছিল ডিবির কাছে। তারই সূত্র ধরে সোমবার অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতরা হলেন পটিয়া উপজেলার আজিমপুরের আলী আকবর চৌধুরী বাড়ির ইছহাক মিয়া ও রাজিয়া বেগমের তিন ছেলে যথাক্রমে মো. সহিদুল ইসলাম (৩২), মো. রবিউল হোসেন (২৮) ও ইমাম হোসেন সাজ্জাদ (২৫)। তারা চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকার রফিক সওদাগরের ভাড়াঘরে বসবাস করা অবস্থায় এই অপকর্মে লিপ্ত ছিল। এসময় অভিযান চালিয়ে ১ টি সীলিং মেশিন, ৩ টি প্যাকেজিং রোল, ১০৩টি চা পাতা ভর্তি প্যাকেট ও ১০০টি খালি প্যাকেট।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় নিয়মিত মামলা করা হয়েছে বলে জানা গেছে। সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা বিভাগ-উত্তর) মির্জা সায়েম মাহমুদের নির্দেশে এবং সহকারী পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) পিযুষ চন্দ্র দাসের তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন পুলিশ পরিদর্শক মো. আজিজ আহমেদ, মোহাম্মদ হোছাইন ও তাদের নেতৃত্বে পরিচালিত ফোর্স।

ডিসি/এসআইকে/এমএনইউ