জামালখানে সাধারণ ওয়ার্ডে প্রার্থী হতে ফরম নিলেন টুম্পা

নগর প্রতিবেদক >>>
আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হতে নির্বাচন কমিশন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সূচিত্রা গুহ টুম্পা। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য এবং ১নং ইউনিটের সহ-মহিলা বিষয়ক সম্পাদক। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন টুম্পা।

সূচিতা গুহ টুম্পা।

আলোচিত ২১নং জামালখান ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর শৈবাল দাশ সুমন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে একেবারেই তরুণ শিউলী দে কে সমর্থন দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সমর্থনের বিষয়টি আসার পর থেকেই শৈবাল দাশ সুমনের বিরুদ্ধে দলীয় পরিচয় এবং শিউলী দে’র বয়স নিয়ে আপত্তি উঠেছে। শিউলী দে’র শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অনুসারে বর্তমানে তার বয়স ২২ বছর। কিন্তু নির্বাচন করতে হলে তাকে ন্যূনতম ২৫ বছর হতে হবে। এই দুই কাউন্সিলপ্রার্থীকে নিয়ে সমালোচনার মধ্যেই একমাত্র নারী কাউন্সিলর হিসেবে জামালখানে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন টুম্পা।
সূচিত্রা গুহ টুম্পা বলেন, আমি অনেকদিন ধরেই এলাকার মানুষের সাথে সামাজিক কর্মকা-ে জড়িত। ওয়ার্ডের একজন সক্রিয় কর্মী। জননেত্রী শেখ হাসিনার নিজের একটি ভিউ আছে, নারীর ক্ষমতায়ন। আমি সেই ক্ষমতায়ন চট্টগ্রাম থেকে শুরু করতে চাই। নারীরা যে কোনো পর্যায়ে পিছিয়ে নেই তা এ নির্বাচনে প্রমাণ করতে চাই। সাধারণ কাউন্সিলর পদে শুধুমাত্র পুরুষ করতে পারবে, নারীরা পারবে না এমন কোনো বাধ্যবাধকতা নেই। নারী-পুরুষ যদি সমানে সমানে কাজ করতে পারি, এখানে কেন পারবো না। ২০০১ সালে আমি প্রথম ভোটার হওয়ার পর থেকে সামাজিক কর্মকা-ের সাথে যুক্ত হই। ওয়ার্ড পর্যায় থেকে কাজ শুরু করেছি। আমি চাই তৃণমূল পর্যায়ে এ পর্যন্ত যে কাজগুলো করেছি সেগুলোর একটু হলেও মূল্যায়ন হোক। আমি সেজন্য নির্বাচনে প্রার্থী হয়েছি। টুম্পা বলেন, আমিও তো ওয়ার্ড চষে বেড়িয়েছি। আমারও অধিকার আছে। আমি ওয়ার্ড আওয়ামী লীগের একজন সদস্য এবং ১নং ইউনিটের সহ-মহিলা বিষয়ক সম্পাদক।

ডিসি/এসআইকে/এমএনইউ