দক্ষিণ কাট্টলীতে কাউন্সিলরপ্রার্থী মোরশেদের সমর্থককে হত্যা

নগর প্রতিবেদক  >>>
চসিক নির্বাচনের উত্তাপ ছাড়িয়ে তা সহিংসায় রূপ নিচ্ছে। বুধবার (১৮ মার্চ) রাত সোয়া ১০ টার দিকে চট্টগ্রাম নগরের ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে মো. আনোয়ার তানভির (৩৫) নামের একজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত তানভির আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান কাউন্সিলর মোরশেদ আকতার চৌধুরীর সমর্থক বলে জানা গেছে। তিনি পাহাড়তলী থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন। 
বুধবার রাত পৌনে ১২ টার দিকে মোরশেদ আকতার চৌধুরী দৈনিক চট্টগ্রামকে ফোন করে জানান, কিছুক্ষণ আগে আমার প্রতিপক্ষ কাউন্সিলরপ্রার্থী ইসমাইলের লোকজন দলবদ্ধ হয়ে খুব দ্রুততার সাথে আমার সমর্থক ও কর্মী তানভিরকে ছুরি মেরে পালিয়ে যায়। আমি খুব কাছেই ছিলাম। ঘটনা শোনার সাথে সাথে আমি ঘটনাস্থলে আসি। তানভিরকে হাসপাতালে নিতে নিতেই সে মৃত্যুবরণ করে। ঘটনাস্থল থেকে সোহেল, নিছার, হিরণ নামের তিনজনকে দৌড়ে পালাতে দেখেছে আমার সমর্থকেরা। তারা আমার প্রতিপক্ষ কাউন্সিলরপ্রার্থী ইসমাইলের সমর্থক বলে জানতে পেরেছি।
দক্ষিণ কাট্টলী ওয়ার্ড যুবলীগ নেতা সৈয়দ মো. জনি দৈনিক চট্টগ্রামকে জানান, আমরা দ্রুত এসে দেখি সন্ত্রাসীরা পালিয়ে যাচ্ছে। পরিস্থিতি বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে গেলো। তানভির আমাদের খুব সক্রিয় কর্মী ছিল।
অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলরপ্রার্থী অধ্যাপক মো. ইসমাইল দৈনিক চট্টগ্রামকে বলেন, আমি সরকার দলীয়প্রার্থী। এসব ঘটনা আমার দ্বারা সম্ভব কি? নিজেরা নিজেরা টাকার ভাগ নিয়ে হয়তো ঘটনা ঘটিয়েছে তারাই, এখন দোষ চাপাচ্ছে আমার সমর্থকদের উপর। তিনি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের দাবি জানান এবং দ্রুত অপরাধীদের গ্রেফতারেরও দাবি জানান তিনি। এই ধরণের ঘটনা অনাকাঙ্খিত বলেও তিনি মন্তব্য করেন।
বক্তব্য জানতে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে একাধিকবার ফোন করেও তাঁর কোনো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

ডিসি/এসআইকে/আইএস