আওয়ামী লীগের উন্নয়ন কর্মকান্ড দেখে বিএনপি নির্বাচনে যেতে ভয় পায় : মোশাররফ হোসেন এমপি

বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এমপি।

আজমল হোসেন, মিরসরাই থেকে >>>
‘আওয়ামী লীগ সরকার দেশের প্রতিটি অঞ্চলে উন্নয়ন করেছে। আওয়ামী লীগের উন্নয়ন দেখে বিএনপি নির্বাচনে যেতে ভয় পায়। তাই তারা এখন নির্বাচনে গেলেও তাদের কেউ ভোট দেয় না। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী চলতি বছর মুজিব বর্ষে দেশের আর্থসামাজিক উন্নয়ন আরো তরান্বিত হবে’।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে মিরসরাই উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত তৃণমূল প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। মিরসরাইয়ের মহামায়া ইকোপার্কে আয়োজিত তৃণমূল প্রতিনিধি সভায় উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভার সভাপতি-সম্পাদক ও ওয়ার্ড সভাপতি-সম্পাদক ছাড়াও আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া ও যুগ্ম সম্পাদক এসএম আবুল হোসেনের যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান রুহেল, কথা সাহিত্যিক আবদুল কাইয়ুম নিজামী, মহিউদ্দিন আহমেদ রাশেদ, সাবেদুর রহমান সমু।
তৃণমূলের নেতাকর্মীদের দলের প্রাণ আখ্যা দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আরো বলেন, ‘দলের ক্রান্তিকালে তৃণমূলের নেতা-কর্মীরা দলকে আঁকড়ে রেখেছিলেন। তারাই দলের প্রাণ। তৃণমূলের নেতা-কর্মীদের মতামতকে গুরুত্ব দিয়ে দল পরিচালনা করতে হবে। তিনি বলেন, গ্রামের মানুষ সহজ সরল। তারা শান্তি চায়। বর্তমান সরকারের সময় দেশের মানুষ শান্তিতে বসবাস করছে। তৃণমূলের নেতা-কর্মীদের সাধারণ মানুষের সাথে সম্পর্ক আরো বাড়াতে হবে। জনগণকে সরকারের উন্নয়ন কর্মকান্ডের বিষয়ে জানাতে হবে’।

সভায় অংশ নেয়া নেতা-কর্মীদের একাংশ।

তিনি আরো বলেন, ‘মহামায়া ইকোপার্ককে ইকোট্যুরিজম হিসেবে গড়ে তোলা হবে। এখানে বন্যপ্রাণীর অভায়ারণ্য করা হবে। মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে দেশি-বিদেশি উদ্যোক্তারা আসছেন। তাদের বিনোদনের জন্য মহামায়াকে আরো আধুনিক ও পরিবেশবান্ধব করে গড়ে তুলেতে হবে’।
তৃণমূল প্রতিনিধি সভায় পৌরসভা থেকে বক্তব্য রাখেন মো. গিয়াস উদ্দিন, মীর আলম মাসুক, ইউনিয়ন থেকে বক্তব্য রাখেন শেখ সেলিম, সোনা মিয়া, শ্যামল দেওয়ানজী, জহির উদ্দিন ইরান, মোশাররফ হোসেন মুন্না, আবুল কাশেম, আবুল বশর, ফরিদুর রহমান আরজু, সামছুল আলম দিদার, মো. ইউনুস, তোফায়েল উল্লাহ চৌধুরী নাজমুল, মাহফুজুল হক জুনু, কবির আহমদ নিজামী, মাস্টার ইদ্রিস মিয়া, ফরিদুল হাসান টিপু, হাসান মাহফুজ। ওয়ার্ড প্রতিনিধির পক্ষ থেকে বক্তব্য রাখেন নুরুচ্ছাপা শাহীন, আনোয়ারুল ইসলাম টিপু, মো. ইব্রাহীম, মেজবাউল আলম।
এসময় চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপুসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ডিসি/এসআইকে/এসএএইচ