ভয়ঙ্কর নেশার ফাঁদে সীতাকুণ্ডের কিশোরেরা

এসব নির্জন স্থানকে বেছে নেয়া হচ্ছে মাদক সেবন-বিক্রির জন্য।

মো. জয়নাল আবেদীন, সীতাকুণ্ড থেকে >>>
মাদকের ছোবলে শেষ হয়ে যাচ্ছে তারুণ্য। সীতাকুণ্ডের অলিতে-গলিতে মাদকের ছড়াছড়ি। আগে মানুষ লুকিয়ে সিগারেট টানতো আর এখন প্রকাশ্যেই চলে গাঁজা, মদ, ইয়াবা। বর্তমান সমাজে নেশাখোরদের নৈতিক অবক্ষয় এমন নিচু পর্যায়ে চলে এসেছে যে, তারা নিজের বাবার বদলে নকল বাবা (ইয়াবা) নিয়ে ব্যস্ত।
বিভিন্ন সময় মাদক বিরোধী অভিযান চলার পর নতুন করে সোচ্চার হয়ে উঠে মাদক ব্যবসায়ীরা। মাদক সেবনের নিরিবিলি স্থান হিসেবে বেছে নেয় রেল স্টেশনের আশপাশ ও বিলের পাশে নির্জন পরিবেশ। এতে সুন্দর পরিবেশ ধারণ করছে কালো চাদরে। শিশুরাও বড়দের (ইয়াবাসেবীদের) অনুসরণ করে দিনের পর দিন অভ্যাসে পরিণত করছে ইয়াবাসহ অন্যান্য সহজলভ্য মাদক। পরিস্থিতি সংকটাপন্ন- এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উঠতি কিশোর-তরুণ তথা যুবকরা জড়াচ্ছে বিভিন্ন অপরাধে। মাদকের টাকা জোগারে নানান সমাজবিরোধী কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে। বড় ভাইদের সাথে রাজনীতির নামে ১০০-৫০০ টাকায় হাতে তুলে নিচ্ছে নানান অপকর্মের দায়ভার। পরিবার থেকে অর্থ না দেয়ায় এসব উঠতি যুবক চুরি, ডাকাতি, সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে।
সীতাকুণ্ড উপজেলার অনেক ওয়ার্ড/ইউনিয়নে  রাজনৈতিক, আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় কর্তাদের মদদ ও পৃষ্ঠপোষকতায় চলছে ইয়াবাসহ হরেকরকমের মাদকের ব্যবসা।
সচেতন মহলের মতে, এখন থেকেই এসব রোধ করা না গেলে আগামিতে সমাজের অশান্তি বিরাজ করবে। ভাঙবে পরিবার। তাই আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট প্রশাসন এই বিষয়ে উদ্যোগী ও সত্যিকার অর্থে উদ্যোগ নেবেন বলে আমাদের বিশ্বাস।

ডিসি/এসআইকে/এমজেএ