চট্টগ্রামের ফস’স লেকে সাংবাদিকদের উপর আনসারের হামলা : তিন আনসার প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

বিনোদন কেন্দ্র ফয়’স লেকে পেশাগত দায়িত্ব পালন করতে গেলে যমুনা টেলিভিশনের প্রতিবেদক আসহাবুর রহমান শোয়েব ও ক্যামেরাপারসন সঞ্জয় মল্লিকের উপর হামলা চালিয়েছে আনসার সদস্যরা। গতকাল শুক্রবার সকালে ঘটনাটি ঘটে। এ ঘটনায় সাংবাদিক নেতারা ক্ষোভ জানালে তিনজন আনসার সদস্যকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়। তবে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন। 

যমুনা টেলিভিশনের প্রতিবেদক আসহাবুর রহমান শোয়েব জানান, প্রথমে গাড়ি ঢোকানোর সময় বাধা দেন আনসার সদস্যরা। তারা আমাদের অনুমতি ছাড়া ঢুকতে দিবে না বলে জানান। তাৎক্ষণিক আমি কনকর্ডের দায়িত্বশীল ব্যক্তির সাথে কথা বলি এবং আনসার সদস্যদেরকেও কথা বলিয়ে দিই। কিন্তু এরপরেও তারা আমাদের ভেতরে প্রবেশে বাধা দেন। একপর্যায়ে কনকর্ডের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে আমাদের ভেতরে নিয়ে যাওয়ার সময় আনসার সদস্যরা হুমকি দেন। এসময় আমি প্রতিবাদ করলে তারা আমার সাথে বাকবিত-ায় জড়িয়ে পড়ার এক পর্যায়ে হামলা চালায়। আমি বিষয়টি সাংবাদিক নেতাদের অবহিত করলে টিভি ইউনিটের ডেপুটি চিফ মাসদুল হকসহ কয়েকজন ঘটনাস্থলে যান। তারা এসময় আনসার কর্মকর্তাদের সাথে কথা বলেন। পরে আনোয়ার, রিদুয়ান ও বেলায়েত নামে তিনজন আনসার সদস্যকে প্রত্যাহার করার কথা জানান। 

এদিকে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস। তিনি আনসার সদস্যদের হামলা, অশালীন আচরণের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষী আনসারদের শাস্তির আওতায় আনার দাবি জানান। পৃথক বিবৃতিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী এ ঘটনাকে ন্যাক্কারজনক আখ্যা দিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

টিভি ইউনিটের ডেপুটি চিফ মাসদুল হক বলেন, আমাদের সাথে আনসার কর্মকর্তাদের আলোচনা হয়েছে। তারা অভিযুক্ত তিন আনসার সদস্যকে প্রত্যাহার করে নিয়েছে। আমরা তাদের বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়েছি। তারা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন।