সোমবার রাঙ্গুনিয়া দরবার এ বেতাগী আস্তানা শরীফে ১৩তম ওরশ শরীফ

উত্তর চট্টগ্রাম প্রতিনিধি, দৈনিক চট্টগ্রাম >>>
উপমহাদেশের খেলাফত আন্দোলন, বৃটিশ বিরোধী আন্দোলন এর অন্যতম পুরোধা ব্যক্তিত্ত উপমহাদেশের আধ্যাত্নিক সাধনার প্রাণ পুরুষ রাঙ্গুনিয়াস্থ দরবার এ বেতাগী আস্তানা শরীফের প্রতিষ্ঠাতা সৈয়দুল আজম হযরত হাফেজ শাহ মুহাম্মদ বজলুর রহমান (রহ.)এর যোগ্যতম উত্তরসুরী ও সাহেবজাদা মুক্তিযুদ্ধের সংগঠক হযরত মাওলানা শাহ মুহাম্মদ জিল্লুর রহমান আলী শাহ (রহ.) এর ১৩তম ওরশ শরীফ আগামি ৩০ আগস্ট (সোমবার ২০ মহররম, ১৫ ভাদ্র ) চট্টগ্রাম বেতাগী রাঙ্গুনিয়া দরবার এ বেতাগী আস্তানা শরীফে অনুষ্ঠিত হবে ।
ওরশ শরীফ উপলক্ষে বেতাগী আনজুমানে রহমানিয়ার পক্ষ হতে ব্যাপক কর্মসূচি নেয়া হয়েছে।  দিনব্যাপী কার্যক্রমের মধ্যে রয়েছে পবিত্র খতমে কোরআন শরীফ, খতমে খাজেগান শরীফ, খতমে গাউছিয়া শরীফ, খতমে তাহলীল শরীফ ও বাদে আসর হতে মিলাদ মাহফিল ও রাত ১০ টায় আখেরী মোনাজাত ও তবারুক বিতরণ।  উক্ত ওরশ শরীফে হুজুরের আত্মীয়-স্বজন, ভক্ত মুরিদান ও দেশবাসীকে উপস্থিত হয়ে হুজুরের ফয়ুজাত হাসিল করার জন্য বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মা.জি.আলী) বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন

ডিসি/এসআইকে/আরসি