রাউজানে জশনে জুলুছে পীরজাদা আশরফ শাহ্ ‘বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বিশ্বনবী (দ.) এর শাশ্বত আদর্শ অনুশীলনের বিকল্প নেই’

রাউজানে জশনে জুলুছ এর পথসভায় বক্তব্য রাখেন পীরজাদা মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ্।

বিজ্ঞপ্তির সংবাদ : বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সচিব পীরজাদা মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ্ (মু.জি.আ) বলেছেন, বিশ্বমানবতার মুক্তির দূত, ইসলামের শেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হযরত মুহাম্মদ (দ.)’র আগমনের মধ্য দিয়ে আরবের যত অন্ধকারাচ্ছন্নতা, বর্বরতা এবং সকল প্রকার পৈশাচিকতা ও পাপ পঙ্কিলতা থেকে মুক্ত হয়ে সমাজে সাম্য ও মানবতা প্রতিষ্ঠিত হয়েছিল। বিশ্বশান্তি ও কল্যাণের পথই হলো মহানবী (দ.)’র অনুপম শিক্ষা ও সামাজিক সংস্কারের মূল চেতনা। জগতে হিংসা-বিদ্বেষ, সন্ত্রাস, দুর্নীতি, শোষণ, বঞ্চনা, বৈষম্য ও বিভ্রান্তি দূরীভূত হয়ে মানব সমাজে শান্তি ও সংহতি প্রতিষ্ঠায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদ্যাপনের মধ্য দিয়ে সর্বক্ষেত্রে মহানবী (দ.)’র জীবনাদর্শ বাস্তবায়িত হোক- এটাই প্রত্যাশা। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা রাউজান উপজেলা ও পৌরসভার যৌথ উদ্যোগে আয়োজিত জশ্নে জুলুছে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রবিবার (৩ নভেম্বর) বিকালে এ উপলক্ষে রাউজান উপজেলার উত্তর সর্তা দরগাহ্ বাজার প্রাঙ্গণ হতে পবিত্র মাহে রবিউল আওয়ালকে স্বাগত জানিয়ে জশ্নে জুলুছে ঈদে মিলাদূন্নবী (দ.) কে স্বাগত জানিয়ে মোটরযান র্যালি অনুষ্ঠিত হয়। জুলুছটি রাউজান পৌরসভা ও উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হামদ-না’ত, মিলাদ কিয়াম পরিবেশনার মধ্য দিয়ে উপজেলার আমিরহাট বাজারে এসে শেষ হয়। সেখানে পথসভায় অনুষ্ঠিত হয়। উপজেলা ইসলামী ফ্রন্ট সভাপতি মাওলানা মুহাম্মদ জয়নাল আবেদীন জামাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক আলহাজ¦ মুহাম্মদ ওহিদুল আলম জাফর, আহলে সুন্নাত ওয়াল জামা’য়াত রাউজান উপজেলা (উত্তর) সভাপতি জাফর আহমদ সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাওলানা ইদ্রিস আনছারী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফোরকান, আহলে সুন্নাত রাউজান পৌরসভা সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম চিশতী। যুবনেতা মুহাম্মদ ইছমাইল এবং যুবনেতা আলমগীর হোসাইনের যৌথ সঞ্চালনায় সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ইলিয়াছ নূরী, সাধারণ সম্পাদক মুহাম্মদ সামশুল আলম নঈমী, এম এ মতিন, প্রবাসী মুহাম্মদ ফারুক আজম, হলদিয়া ফ্রন্ট সভাপতি মুহাম্মদ আলী সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাওলানা লুৎফর রহমান, খ ব ম হাসান, জাফর আলম নূরী, মুনছুর নেজামী, আলমগীর দুলাল, নেজাম উদ্দীন তৈয়্যবী, মুহাম্মদ নিজাম উদ্দীন, যুবনেতা মুহাম্মদ সিরাজুল ইসলাম, ছাত্রনেতা মুহাম্মদ মাছুমুর রশীদ কাদেরী, যুবনেতা মুহাম্মদ রাইহান, মুহাম্মদ নুরুল হায়দার, মুহাম্মদ সাহাবুল ইসলাম, মুহাম্মদ বাহাদুর মিয়া, মুহাম্মদ নুরুল ইসলাম, প্রবাসী মুহাম্মদ গিয়াস উদ্দিন, মুহাম্মদ মহসিন, মুহাম্মদ মাসুদ পারভেজ, ছাত্রনেতা মুহাম্মদ আজাদ রানা, ছাত্রনেতা মুহাম্মদ নেজাম উদ্দীন, মুহাম্মদ মনির, ছাত্রনেতা মুহাম্মদ মোশারফ, ছাত্রনেতা মুহাম্মদ শিহাব, মুহাম্মদ বোরহান, মুহাম্মদ আহমদ, মুহাম্মদ মুছা মাহমুদ, মুহাম্মদ সাইফুল, মুহাম্মদ কুতুবউদ্দিন প্রমুখ।