চট্টগ্রাম শিশু একাডেমিতে ৪ দিনব্যাপি শিশু আনন্দ মেলা সম্পন্ন

চট্টগ্রাম শিশু একাডেমিতে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্য্য

 

বিজ্ঞপ্তির সংবাদ : বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার (জিএম) নিতাই কুমার ভট্টাচার্য্য বলেছেন, পৃথিবীর প্রত্যেক শিশু আনন্দ-বিনোদনের মধ্যে বাঁচতে চায়। কিন্তু অনেক শিশু তাদের অধিকার থেকে বঞ্চিত হয়। আজকের শিশুরা আগামি দিনের ভবিষ্যৎ। তাদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে পড়ালেখার পাশাপাশি আনন্দ-বিনোদনে উদ্বুদ্ধ করাসহ নীতি-নৈতিকতা শেখাতে হবে। শিশুদের মেধার বিকাশ ঘটাতে সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। শিশুর প্রতি অবহেলা না করে পড়ালেখার পাশাপাশি তাদেরকে আনন্দ-বিনোদনের সুযোগ দিয়ে স্বাভাবিকভাবে বেড়ে ওঠার পরিবেশ সৃষ্টি করতে হবে। আমাদের দেশটি সোনার বাংলা হয়ে গড়ে উঠবে তখনই- যখন শিশুরা সোনার মানুষ হয়ে দেশকে আগামিতে আলোকিত করবে। এ জন্য তাদেরকে মেধামননে ও সৃজনশীলতায় বেড়ে ওঠার সুযোগ সৃষ্টি করে দিতে অভিভাবকসহ প্রত্যেককে আন্তরিক হতে হবে। শিশুরা শিল্প-সাহিত্য-সংস্কৃতি-রাজনীতি-বিজ্ঞান সবক্ষেত্রে আগামি বিশ^কে নেতৃত্ব দেবে। পিতা-মাতার পরম আরাধনার ধন হলেও প্রকৃতপক্ষে তারা রাষ্ট্রেরই সম্পদ। চট্টগ্রাম শিশু একাডেমিতে আয়োজিত ৩১ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ৪ দিনব্যাপি শিশু আনন্দ মেলা, সাংস্কৃতিক উৎসব, শিশু নাট্য প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম জেলা প্রশাসন ও প্রাণ গ্রুপ অব কোম্পানির সহযোগিতায় বাংলাদেশ শিকু একাডেমি, চট্টগ্রাম জেলা এই আয়োজন করে। শিশু প্রতিনিধি নাজিফা তাজনুরের সভাপতিত্বে রবিবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নারগীস সুলতানা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাইট বাংলাদেশ ফোরাম’র প্রধান নির্বাহী উৎপল বড়–য়া, বিশিষ্ট লেখক ও গবেষক সামসুল হক ও কিড্স কালচারাল ইনস্টিটিউটের প্রধান নির্বাহী সাহিত্যিক সৌরভ সাখাওয়াত। আনন্দ মেলায় বিভিন্ন এনজিও ও সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে শিশু একাডেমির প্রশিক্ষক, ক্ষুদে শিক্ষার্থী, এনজিও সংগঠন, অভিভাবক ও আমন্ত্রিত সুধীজন উপস্থিত ছিলেন। শেষে ৪ দিনব্যাপি শিশু আনন্দ মেলা উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। এছাড়াও মেলায় অংশগ্রহণকারী স্টল প্রতিনিধিদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়। শেষে একাডেমির নৃত্য বিভাগের প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।