বাড়বকুণ্ড সিসিসি উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপিত

বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম।

মো. আকবর হোসেন, সীতাকুণ্ড প্রতিনিধি >>>
উত্তর চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডস্থ ঐতিহ্যবাহী চিটাগং ক্যামিকেল কমপ্লেক্স (সিসিসি) উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্ত্রী তথা ৫০ বছরপূর্তি উদযাপন করা হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী উপলক্ষে জমকালো আয়োজনে মূখরিত ছিল স্কুল প্রাঙ্গণ। সকালের ১ম পর্বে বেলুন উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এর আগে বর্ণাঢ্য র্যা লিও অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সাংস্কৃতিক আয়োজন আর নবীন-প্রবীণদের প্রাণের মেলায় পরিণত হয় পুরো আয়োজন।
এসো স্মৃতির অঙ্গণে, মিলি প্রীতির বন্ধনে’ এই শ্লোগানে জমকালো আয়োজনের অংশ হিসেবে স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয় বর্ণাঢ্য র্যা লি। এটি মহাসড়ক পদক্ষিণ করে স্কুল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক সাইফুল ইসলাম এর সভাপতিত্বে উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম। অনুষ্ঠানের আহবায়ক লায়ন মো. গিয়াস উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমেদ শামীম আল রাজী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রামের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সচিব প্রফেসর আবদুল আলীম, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ্ব দিদারুল কবির, সিসিসি উচ্চ বিদ্যলয়ের প্রধান শিক্ষক সঞ্জীব কুমার দে প্রমুখ।
বিকেলের ২য় পর্বে অনুষ্ঠিত হয় গুণীজন সন্মাননা, স্মৃতিচারণ, র্যা ফেল ড্র, সঙ্গীত, নৃত্য, আবৃত্তিসহ বর্ণিল সাংস্কৃতিক সন্ধ্যা। দিনের এই আয়োজনেই মূলত মেতে উঠেন স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী আর শিক্ষকেরা।

ডিসি/এসআইকে/এমএএইচ