কর্ণফুলীতে অবৈধ ইটভাটাকে ৩০ লাখ টাকা জরিমানা

মো. মহিউদ্দিন ও মো. সোহেল, আনোয়ারা-কর্ণফুলী প্রতিনিধি >>>
দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা পরিবেশ নষ্টকারী আটটি ইটভাটাকে জরিমান, বন্ধ ও নোটিস দেয়া হয়েছে। দুই ইটভাটা থেকে জরিমানা আদায় করা হয়েছে ৩০ লক্ষ টাকা। উপজেলার জুলধা ইউনিয়নে কৃষি জমির পাশে এবং কর্ণফুলী নদীর জায়গা দখল করে ও তীরে গড়ে ওঠা ইটভাটা ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় ধ্বংস করা হয় ২ লক্ষাধিক ইট। সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে ইটভাটাগুলোর সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। এছাড়াও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় পায়রা ব্রিকস (পিবিএম) কে ২০ লক্ষ টাকা, এইচটিএম ব্রিকসকে ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে ইআরএম ব্রিকস, টিএমবি ব্রিকস ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়। আগামি ৩০ জানুয়ারির মধ্যে বৈধ কাজপত্রাদি নিয়ে পরিবেশ অধিদপ্তরের যোগাযোগ করার জন্য টিএনবি, জেবিএম, সিবিএম ও ইআরবিএম ব্রিকসকে নোটিশ প্রদান করেন ম্যাজিস্ট্রেট।
অভিযানে নেতৃত্বে দেন পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোয়াজ্জেম হোসেন, চট্টগ্রাম ডিভিশনাল ল্যাবরেটরি ডাইরেক্টর মোহাম্মদ নুরুউল্লাহ্ নুরী। অভিযানের সময় উপ-পরিচালক জমির উদ্দিন, পরিদর্শক হারুনুরশীদ, কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শামসুল তাবরীজসহ পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলে। অভিযানে র্যা ব, পুলিশ, ফায়ার সার্ভিসের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত থেকে অভিযানে সহায়তা করে। 
পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোয়াজ্জেম হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন কর্ণফুলী নদীর দখলকৃত জায়গা অবমুক্ত করার জন্য। তারই ধারাবাহিকতায় পবিবেশ দূষণমুক্ত রাখতে কর্ণফুলী নদীর তীরে গড়ে ওঠা ইটভাটাগুলোতে অভিযান চালিয়ে অর্থদণ্ড ও অবৈধ ইটভাটা ভেঙ্গে দেওয়া হয়েছে। বাকি ইটভাটাগুলোকে নোটিশ প্রদান করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

ডিসি/এসআইকে/এমএম-এমএস