জাতীয় শোক দিবসে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভা

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
‌একটি শিক্ষিত জাতি গঠনে শিক্ষকের ভূমিকা অপরিহার্য।  অথচ সেই শিক্ষকবৃন্দ আজ সরকারের অসহযোগিতার কারণে সংকটাপন্ন।  কিন্ডারগার্টেন স্কুলগুলো শিক্ষা ক্ষেত্রে বিশাল ভূমিকা রাখলেও সেই কিন্ডারগার্টেন স্কুল সরকারের অসহযোগিতার কারণে আজ বন্ধ হয়ে যাওয়ার দ্বারপ্রান্তে’।
১৫ আগস্ট জাতিয় শোক দিবস উপলক্ষে শনিবার (১৫ আগস্ট) বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন (gov.regi. no s-1028/98) আয়োজিত অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।  চট্টগ্রাম স্টেশন রোড সংলগ্ন হোটেল প্যারামাউন্ট সিটির হল রুমে অনুষ্ঠিত জাতীয় শোক দিবসের এ আলোচনা সভা বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির আহ্বায়ক মুহাম্মদ সাজেদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।  এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের কেন্দ্রীয় সভাপতি ডা. আব্দুল করিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অ্যাডভোকেট ছমিউদ্দিন।  বক্তব্য রাখেন ডা. দুলাল কান্তি, ডা. নুরুল আমিন, অধ্যক্ষ আব্দুল জলিল, ডা. আবুল ফজল, অধ্যক্ষ ইকবাল হোসেন, অধ্যক্ষ আব্দুল গনি, মাওলানা রফিকুল ইসলাম, সাংবাদিক আমিনুল হক, সাংবাদিক মুহাম্মদ হোসেন, অধ্যক্ষ নূর মোহাম্মদ, জাহাঙ্গীর আলমসহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সদস্য সচিব লুৎফর রহমান আলম ।
বক্তারা আরো বলেন, সরকার যদি কিন্ডারগার্টেন স্কুলগুলো এবং শিক্ষকদের সমস্যা সমাধানের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ না করে তাহলে শান্তিপূর্ণভাবে দাবি আদায়ের জন্য স্কুল মালিক ও শিক্ষকবৃন্দ প্রয়োজনে অনশনসহ বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে ।

ডিসি/এসআইকে/এমএনইউ