খুলছে চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলো, আছে ১৭ শর্ত

নগর প্রতিবেদক, দৈনিক চট্টগ্রাম >>>
চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলো খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।  তবে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ১৭ শর্ত দিয়ে পাঁচ মাস পর ২২ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলো।  বুধবার (১৯ আগস্ট) জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন জানান, ‘সংক্রমণ কমে যাওয়ায় সবকিছু ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে।  তাই দর্শণার্থীদের সার্বক্ষণিক মাস্ক পরিধানসহ ১৭ শর্তে চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলো খুলে দেয়া হচ্ছে।  পর্যটন মন্ত্রণালয় থেকেও কিছু নির্দেশনা দেয়া হয়েছে।  এসব নির্দেশনা মেনে পর্যটন স্পট চালু রাখতে হবে।  স্বাস্থ্যবিধি মেনেই ২২ আগস্ট থেকে সরকারি, বেসরকারি সব বিনোদন কেন্দ্রের পাশাপাশি পতেঙ্গা সমুদ্র সৈকতও উন্মুক্ত থাকবে’।
দেশে করোনা সংক্রমণ শুরুর পর গত ১৮ মার্চ বন্ধ করে দেয়া হয় চট্টগ্রামের সবক’টি বিনোদন কেন্দ্র।  নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত, সিআরবি শিরিষতলা, ডিসি হিল, চট্টগ্রাম চিড়িয়াখানা, ফয়’স লেক, কর্ণফুলী শিশুপার্ক, আগ্রাবাদ জাম্বুরি পার্ক, চান্দগাঁও স্বাধীনতা কমপ্লেক্সসহ বিনোদন কেন্দ্রে লোকসমাগমের উপর নগর পুলিশের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়।  শুধু বিনোদন কেন্দ্রগুলোর ওপরই নিষেধাজ্ঞা নয়, একে একে বন্ধ করা হয় নগরীর রেস্টুরেন্ট, আবাসিক হোটেল, ক্লাব এবং কমিউনিটি সেন্টারগুলোও।  দেশ ও জাতির স্বার্থে সেই নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানানো হয়।  তখন থেকেই সামাজিক অনুষ্ঠানে লোকসমাগমে নিষেধাজ্ঞা রয়েছে এখন পর্যন্ত।

ডিসি/এসআইকে/ইউএস